ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪৭, ২ জুলাই ২০১৮

যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু

বিডিনিউজ ॥ যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার মোঃ সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ। রবিবার রাত ৯টার দিকে প্রশিক্ষণ বিমানটি যশোর সদরের চান্দুটিয়া গ্রামে বুকভরা বাঁওড়ে পড়ে ডুবে যাওয়ার পর পাইলটদের বিষয়ে কিছু জানাতে পারছিল না স্থানীয় প্রশাসন। মধ্য রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের ((আইএসপিআর) পক্ষ থেকে দুই পাইলট সিরাজুল ও এনায়েতের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম মোস্তফা বলেন, হঠাৎ দুটি বিকট শব্দ শুনতে পান তারা, এরপর একটি বিমানকে বাঁওড়ে পড়ে ডুবে যেতে দেখেন। ওই সময় পানিতে তেল ভাসতে দেখা যায়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও বিমান বাহিনীর সদস্যদের কাজ করতে দেখেন এই জনপ্রতিনিধি। তখন যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাশার মিয়া বলেন, বিমান বাহিনীর একটি কেএইচডাব্লিউ প্রশিক্ষণ বিমান বাঁওড়ে পড়ে ডুবে গেছে। বৃষ্টির কারণে উদ্ধার কাজ শুরু করা যাচ্ছে না। আইএসপিআর জানায়, নৈশ মহড়ার অংশ হিসেবে স্কোয়াড্রন লিডার সিরাজুল ও এনায়েত বিএএফ ঘাঁটি মতিউর রহমান থেকে কেএইচডাব্লিউ বিমানটি নিয়ে উড়াল দিয়েছিলেন। কী কারণে বিমানটি দুর্ঘটনায় পড়ল, তা জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
×