ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব বাছাইয়ে বুধবার গণভবনে বৈঠক

প্রকাশিত: ০৫:৪৫, ২ জুলাই ২০১৮

 ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব বাছাইয়ে বুধবার গণভবনে  বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাঝেই এবার ছাত্রলীগ শীর্ষ নেতৃত্ব বাছাই প্রক্রিয়া শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের নতুন শীর্ষ নেতৃত্ব বেছে নিতে পদপ্রত্যাশীদের সঙ্গে নিজেই কথা বলবেন প্রধানমন্ত্রী। এজন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সব নেতাকে তাঁর সরকারী বাসভবন গণভবনে ডেকেছেন তিনি। আগামী বুধবার সন্ধ্যা ৬টায় গণভবনে পদপ্রত্যাশী এসব নেতার সঙ্গে কথা বলবেন সরকার প্রধান। গণভবনে ডাক পাওয়ার পর ফের চাঙ্গা হয়ে উঠেছে ছাত্রলীগ। সংগঠনের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের দেড় মাসেরও বেশি সময় পর ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার সম্ভাবনায় আবারও তোড়জোড় চালাচ্ছেন পদপ্রত্যাশী নেতারা। পদপ্রত্যাশী একাধিক নেতা এবং সদ্য সাবেক বেশ ক’জন সংগঠনটির শীর্ষ নেতা আগামী বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে পদপ্রত্যাশী নেতাদের সাক্ষাতের বিষয়টি জনকণ্ঠকে নিশ্চিত করেন। ছাত্রলীগের বিদায়ী দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদাও রবিবার তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর এমন উদ্যোগের কথা নিশ্চিত করেছেন। গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন শীর্ষ দুই পদে নতুন নেতা নির্বাচন করা ছাড়াই শেষ হয়। নেতৃত্ব প্রত্যাশীদের তালিকা থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই কমিটি ঘোষণার কথা রয়েছে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনেই কমিটি ঘোষণার দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন সারাদেশ থেকে আসা কাউন্সিলররা। এই অবস্থায় প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্তে শীঘ্রই নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার সম্ভাবনায় উজ্জীবিত হয়ে উঠছেন পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতারা। এর আগে সংগঠনের শীর্ষ দুই পদে আসতে ইচ্ছুক ৩২৩ জন নেতা সংগঠন থেকে মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিয়েছিলেন। এর মধ্যে সভাপতি পদে ১১১ ও সাধারণ সম্পাদক পদে ২১২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। পরে সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে যাচাই-বাছাই শেষে ১২ মে এই তালিকাই প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন সংগঠনের বিদায়ী নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেশ কয়েকবারই জানিয়েছেন, পদপ্রত্যাশীদের তালিকা পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই চলছে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে পরিশ্রমী, ত্যাগী, মেধাবী, নিয়মিত ছাত্র, সাহসী, শিক্ষার্থীদের মাঝে জনপ্রিয়, পরিচ্ছন্ন ইমেজ ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন এবং যারা অতীত দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন- তাদের মধ্য থেকেই শীর্ষ নেতৃত্ব বেছে নেয়া হবে। এ কাজে সংশ্লিষ্ট আওয়ামী লীগ নেতারা জানান, অতীতের কমিটিগুলোতে ছাত্রদল ও ছাত্রশিবিরের থেকে অনুপ্রবেশের অভিযোগ ওঠায় এবার কোন অবস্থায়ই যেন অনুপ্রবেশের ঘটনা ঘটতে না পারে- সেদিকটাতেই বেশি নজর দেয়া হচ্ছে।
×