ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিলেটকে মডেল নগরীতে রূপান্তরের অঙ্গীকার কামরানের

প্রকাশিত: ০৫:১২, ২ জুলাই ২০১৮

 সিলেটকে মডেল নগরীতে রূপান্তরের অঙ্গীকার কামরানের

সালাম মশরুর, সিলেট অফিস ॥ সিলেট সিটি নির্বাচনে রবিবার থেকে চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। আজ সোমবার পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মধ্য থেকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত ৯ কর্মকর্তা মনোনয়ন বাছাই করছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৯ জুলাই। মনোনয়নপত্র বাছাইয়ের পর আপীল কর্তৃপক্ষ হিসেবে সহকারী বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করবেন। রবিবার সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে বাছাই কাজ । সোমবার বিকেল ৫ টায় শেষ হবে বাছাই পর্ব। মাঠে ময়দানে প্রার্থীদের স্বপক্ষে চলছে প্রচার। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থী ছাড়াও অন্যান্য মেয়র পদের প্রার্থীরাও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান সিলেট নগরীকে মডেল নগরীতে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে নগরবাসীর সহযোগিতা কামনা করছেন। দলে ও জোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাপ মাথায় নিয়ে নিজের কর্মপন্থা নির্ধারণ করতে নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন বিএনপি দলীয় মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। নির্বাচনী মাঠে কি হবে তার অবস্থা এখনও পরিষ্কার হয়নি। নিজ দলের প্রার্থী মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এখনও অদম্য। নির্বাচনী মাঠে তিনি এখন সক্রিয়। জোটের শরিক দল জামায়াতের প্রার্থীও মাঠে সমান তালে প্রচার চালিয়ে যাচ্ছেন। রবিবার সিলেট আদালত এলাকায় জামায়াত প্রার্থী জুবায়ের ও সতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহেরের পক্ষে প্রচারপত্র বিলি করা হয়। বিএনপি থেকে দুই নেতা নির্বাচনে থাকলে দলটির নিজস্ব ভোট ব্যাংক বিভক্ত হয়ে পড়বে। আর দলীয় ভোট ব্যাংক এককভাবে কেউ দখল করতে না পারলে নির্বাচনী মাঠে পার পাওয়া যাবে না। দুই নেতার প্রতিযোগিতা ভোটাদের মধ্যে বিরূপ প্রভাব ফেলবে। এমন পরিস্থিতি নিয়ে বিএনপির ঘরে জ্বলছে তুষের আগুন। নিজের ঘরের সমস্যার সঙ্গে আরিফুল হকের অপর সমস্যা হচ্ছে জামায়াতের প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের। জুবায়ের যদি মনোনয়নপত্র প্রত্যাহার না করেন, তবে জামায়াতের ভোটও পাচ্ছেন না আরিফ। এছাড়া জোটের দলগুলো থেকেও জামায়াতের প্রার্থী ভোট ছিনিয়ে নিলে আরিফের জন্য ক্ষতির কারণ। তবে সব বাধা টপকাতে চান আত্মবিশ্বাসী আরিফুল হক চৌধুরী। তিনি বলছেন, পাঁচ বছরে আমার মেয়াদে সিলেট নগরীর যে উন্নয়ন হয়েছে, তা অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে। নগরীর উন্নয়নে আমার যে পরিশ্রম, তার মূল্যায়ন নগরবাসী নিশ্চয়ই করবেন। স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। আগামী ৩০ জুলাই নৌকার বিজয় নিশ্চিত করে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ঘরে ফিরতে হবে। শনিবার রাতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নৌকা মার্কা সমর্থনে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক বিশেষ কর্মিসভায় বক্তারা এই কথা বলেন। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সিদ্দেক আলী তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট জেলা কমিটির সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, সিনিয়র সদস্য এ্যাডভোকেট ফারুক আহমদ চৌধুরী, সদস্য আব্দুস সোবহান, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, সাব্বির আহমদ খান, সিবিএ সভাপতি আব্দুর রহমান, মহানগর শ্রমিক লীগ সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সিসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সদর উপজেলা শ্রমিক লীগ সভাপতি মকবুল হোসেন খান, সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ থানা আওয়ামী লীগ নেতা এস এম নজরুল ইসলাম, মকবুল আলী, সৈয়দ গোলজার আহমদ, আতিকুর রহমান, ৮ নং আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, মাসুক মিয়া, গাজী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ময়ফল রাজা বাদশা, মহানগর যুব লীগের সাবেক সভাপতি সুদীপ দেব, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ, ফজর আলী, সন্তোষ দেব, লিটন পাল, ইমারত হোসেন, লুৎফুর রহমান, আব্দুস সালাম, মনিরুজ্জামান সেলিম, শাহাদাত খান দবীর, ফাতেমা জান্নাত, আলাউদ্দিন আহমদ সুমন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ধনঞ্জয় দাস ধনু, ক্রীড়া সম্পাদক কবির আলম, ৮ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি পুলক সরকার, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, যুবলীগ নেতা রানা আহমদ শিপলু, অনিতা তালুকদার, রেবেকা জাহান রোজী, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াদ মজুমদার, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, চিত্তরঞ্জন দাস, জাবের আহমদ মুসা, সুমন আহমদ, রেদওয়ান মাহমুদ, নিপেন্দ্র দেব নিপু প্রমুখ। সভায় ৮ নং ওয়ার্ডের সকল সেন্টার কমিটি গঠন, মনিটরিং কমিটি গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তারা নৌকার বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, জনগণের ভালবাসাই আমার চলার শক্তি। আপামর জনতার ভালবাসা ও সহযোগিতা নিয়েই আমি কাক্সিক্ষত বিজয় অর্জন করতে চাই। আমার প্রিয় এলাকাবাসীর আহ্বানে সাড়া দিয়ে আমি প্রার্থী হয়েছি। বিজয় নিশ্চিত করতে আপনারাই হলেন আমার প্রধান শক্তি। হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে উন্নয়ন নিশ্চিত করাই আমার অঙ্গীকার। তিনি নগরীর শাহী ঈদগাহ এলাকাবাসীর সঙ্গে অনুষ্ঠিত এক নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন। এ সময় এলাকার বিশিষ্ট মুরব্বিগণ ছাড়াও প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শাহী ঈদগাহ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া, মুরব্বি সাইস্তা মিয়া, ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী গোলজার আহমদ, শাহী ঈদগাহ ব্যবসায়ী সমিতির নেতা জাক্কু মিয়া, ব্যবসায়ী ফজলুর রহমান, হাজারীবাগ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির আহমদ খোকন, ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ কমিটির কার্যনির্বাহী সদস্য মাখন মিয়া ও মোশতাক আহমদ প্রমুখ।
×