ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লালবাগে মাদক বিরোধী অভিযান, আটক ২০

প্রকাশিত: ০৪:৫৭, ২ জুলাই ২০১৮

 লালবাগে মাদক বিরোধী অভিযান, আটক ২০

স্টাফ রিপোর্টার ॥ পুরনো ঢাকার লালবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে থানা পুলিশ, ডিবি পুলিশ ও ডগ স্কোয়াড। থানার অদূরে মাদকের আখড়া নামে খ্যাত শহীদ নগর এলাকা অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ইয়াবা সম্রাট ভন্ড রুবেল ও সাগরসহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সংবাদ পেয়ে অনেক মাদক ব্যবসায়ী গা ঢাকা দিয়েছে। ডিএমপি সূত্র জানায়, রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা এক ঘণ্টা শহীদ নগরের ১০ গলিতে মাদকবিরোধী অভিযান চালায় থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অভিযানে শহীদ নগর ফুসফুসা তালা পাড় এলাকার বারেকের গ্যারেজে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। শহীদ নগর আধাগলি মাঝামাঝি স্থানে লাল চাঁদের গ্যারেজের ভেতর বিছানার ছাদের নিচ থেকে ৫ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। এই অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২০ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা, ৫৪ লিটার চোলাই মদ ও ১৫ শ’ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। সূত্র আরও জানায়, অভিযানের খবর পেয়ে শহীদ নগর ১ নম্বর গলির ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী বশিরের স্ত্রী নাসিমা, ৪ নং গলির ইয়াবা ও গাঁজা বিক্রেতা আমিরের স্ত্রী জরিনা, ঘড়িওয়ালার বাড়ির ইয়াবা ও গাঁজা বিক্রেতা আনুর স্ত্রী, বাঁশপট্রি এলাকার ইয়াবা ও গাঁজা বিক্রেতা মঞ্জুর স্ত্রী নাঈমা, শহীদনগর ৩ নং গলির ইয়াবা ও গাঁজা বিক্রেতা লালবাগ থানার পুলিশ বরখাস্ত এসআই বরকতের স্ত্রী পপি গা ঢাকা দেয়। দুপুরে অভিযান শেষ হয়।
×