ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিআরইউর স্টুডেন্ট মিট আয়োজনে রবি

প্রকাশিত: ০৪:৫৬, ২ জুলাই ২০১৮

 বিআরইউর স্টুডেন্ট  মিট আয়োজনে  রবি

দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের যৌথ উদ্যোগে (বিআরইউ) সম্প্রতি একটি ‘স্টুডেন্ট মিট’র আয়োজন করা হয়েছে। মার্কেটিং বিভাগের হল রুমে আয়োজিত ওই স্টুডেন্ট মিট’এ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রবি’র ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের প্রধান শেখ মাজেদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফেরদৌস রহমান। এ সময় রবি’র নর্থ-ওয়েস্টার্ন ক্লাস্টারের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর মোহাম্মদ হামিদুল হক এবং কোম্পানি সেক্রেটারিয়েট’র ভাইস প্রেসিডেন্ট মোঃ শহীদুর রহমান উপস্থিত ছিলেন। রবি’র ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকায় বর্তমানে বিভিন্ন শিল্পে কাজের যে ক্ষেত্রগুলো আছে অদূর ভবিষ্যতে এর ৬০ শতাংশই আর থাকবে না। তাই ভবিষ্যতে চাকরি পেতে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের চিন্তা-ধারা অন্যের সঙ্গে আলোচনা করার মানসিকতা থাকতে হবে। কারণ পারস্পরিক বিনিময়ের চর্চা ভবিষ্যতে দলগত আবহে কাজ করতে সহায়ক হয়ে উঠবে।’ অনুষ্ঠান শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের পক্ষ থেকে রবি’র ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি
×