ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

প্রকাশিত: ০৪:৫৫, ২ জুলাই ২০১৮

  রাজধানীতে সড়ক ও  ট্রেন দুর্ঘটনায়  শিক্ষকসহ নিহত ২

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় এক শিক্ষকসহ দু’জন নিহত হয়েছে। এদিকে তেজগাঁওয়ে গুলিভর্তি আগ্নেয়াস্ত্রসহ তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর বিমানবন্দর এলাকার কুর্মিটোলা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার সৌরভ সেজান (২২) নামে বেসরকারী স্কুলের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উত্তরার আশকোনায় ব্র্যাক স্কুলে শিক্ষকতা করতেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩৯তম আর্বতন সাবেক শিক্ষার্থী ছিলেন। নিহতের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। রাজধানীর মিরপুরের ডিওএইসএসে সপরিবারে থাকতেন। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে সেজান মিরপুরের ডিওএইসএসের বাসা থেকে আশকোনায় স্কুলে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হন। বেলা ১১টার দিকে কুর্মিটোলা হাসপাতালের সামনের সড়কে এলে পেছন থেকে বসুমতি পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছে বলে ওসি মাহবুবুর রহমান জানান। তাকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে একইদিন ভোরে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রবিউল্লাহ জানান, রবিবার ভোর ৫টার দিকে বিমানবন্দর স্টেশনের উত্তর পাশে ময়মনসিংহগামী একটি চলন্ত ট্রেনে ওঠার সময় ওই ব্যক্তি পিচলে নিচে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে সাদা রঙের শার্ট ও কালো প্যান্ট ছিল। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। তিন অপরাধী গ্রেফতার ॥ রাজধানীর তেজগাঁওয়ে গুলিভর্তি আগ্নেয়াস্ত্রসহ তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোহাম্মদ আলী(২৩), সোহাগ হোসেন (২২) ও মোঃ দাউদ হোসেন (২৮)। এ সময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ধারালো ছোরা ও মোবাইল উদ্ধার করা হয়েছে।
×