ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বজ্রপাতে ৯ শিক্ষার্থীসহ আহত ১০

প্রকাশিত: ০৪:৪৪, ২ জুলাই ২০১৮

 নীলফামারীতে বজ্রপাতে ৯ শিক্ষার্থীসহ   আহত ১০

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বজ্রপাতের আলোক রশ্মি ও বিকট শব্দের কবলে পড়ে নীলফামারীর জলঢাকা উপজেলার একটি বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী ও ১ কর্মচারী আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার কাঁঠালী ইউনিয়নের কাঁঠালী এসসি উচ্চ বিদ্যালয়ে। আহত সকলকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা উক্ত ইউনিয়নের রঙ্গেরবাজার গ্রামের বাসিন্দা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার হতে উপজেলা জুড়ে মাধ্যমিক পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর দিন ছিল। বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা কষ্ট করে হলেও পরীক্ষায় অংশ নিতে স্কুলে আসে। এ সময় বজ্রসহ ভারি বৃষ্টিপাত হচ্ছিল। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়ার জন্য ক্লাস রুমেই বসে ছিল। এমন সময় বিকট শব্দে বজ্রপাতের আলোক রশ্মি ছড়িয়ে পড়লে একজন স্কুল কর্মচারীসহ ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলো বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী লুৎফর রহমান (৪০), সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লিমা, সীমা ও রোমান, ষষ্ঠ শ্রেণীর সুবানা, রহিদা, আলিমা, রাবেয়া, খাদিজা ও নাসরিন।
×