ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেকনাফে ইয়াবা কারবারি আটক

প্রকাশিত: ০৪:৪২, ২ জুলাই ২০১৮

 টেকনাফে ইয়াবা কারবারি আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবশেষে ধরা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা কারবারির অন্যতম তালিকাভুক্ত টেকনাফ সীমান্তের হ্নীলার ইয়াবা ডন শামশুল আলম বাবুল ও তার সহযোগী সাইফুল ইসলাম। তবে হ্নীলার ইয়াবা ডন নুরুল হুদা মেম্বার ও ইয়াবা ডন জামাল মেম্বার এখনও এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে। শনিবার রাতে হ্নীলা তেলিপাড়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা এ অভিযান চালায়। জানা যায়, দেশব্যাপী ইয়াবা বিরোধী অভিযান শুরু“ হবার পর ইয়াবা ডন বাবুল মেম্বার নাফ নদীর তীরে আত্মগোপনে থাকে। ওই সময়েও বাবুল এবং নুরুল হুদা, জামাল মেম্বার ইয়াবার একাধিক চালান খালাস করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ তালিকাভুক্ত ইয়াবা ডন হচ্ছে বাবুল মেম্বার। হ্নীলা ফুলের ডেইলে চোখে পড়ার মতো ইয়াবা বাড়ি নির্মাণ করেছেন তিনি। সেই বাড়িতে বসানো হয়েছে ডজনখানেক সিসিটিভি ক্যামেরা। নিযুক্ত আছে একাধিক প্রহরীও। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ির দিকে এগুচ্ছে দেখলে মুঠোফোনে খবর না দিয়ে পকেটে হাত ঢুকিয়ে শুধু রিমোট সুইস টিপ দেয় দারোয়ানরা। তখন আলিশান ঘরে কলিং বেল বেজে উঠলে সতর্ক ও গা ঢাকা দিত বাবুল মেম্বার। এভাবে থাকার পর অবশেষে ধরা পড়েছেন তিনি।
×