ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩৯, ২ জুলাই ২০১৮

 মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে মুক্তিযোদ্ধা সাইদুর রহমানসহ তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নগরীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। রবিবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচীর অয়োজন করা হয়। কর্মসূচী থেকে অবিলম্বে সন্ত্রাসী কুখ্যাত রাজাকারের সন্তান শিবিরকর্মী হীরাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আরও বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য আব্দুল মতিন, সাবেক জেলা কমান্ডার মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগ সহসভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাহী সদস্য অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর সভাপতি শাহজাহান আলী বরজাহান, বুলবুলি রানী, মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদের আহ্বায়ক সাফকাত মঞ্জুর বিপ্লব, সদস্য সচিব আব্দুস সাত্তার ডলার প্রমুখ। প্রসঙ্গত, দুই বছর থেকে নগরীর রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সাইদুর রহমানকে উচ্ছেদের চেষ্টা করে আসছে প্রতিবেশী হীরা। প্রতিনিয়তই মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকিড়-ধমকি দিয়ে আসছিল। সর্বশেষ গেল ঈদের দিন বিকেলে প্রতিবেশী হীরা তার ছোটভাই ও স্ত্রী মিলে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের ওপর হামলা করে। ওইদিনই পুলিশ হামলাকারী হীরাকে আটক করে। এ ঘটনা নগরীর বোয়ালিয়া থানায় মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় হীরাকে হাজতে পাঠানো হলেও দুইদিন পরে জামিনে বেরিয়ে আসে।
×