ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়নাতদন্তের প্রতিবেদন

মাথায় আঘাতের কারণে শিশু আইমানের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৮, ২ জুলাই ২০১৮

 মাথায় আঘাতের কারণে শিশু আইমানের  মৃত্যু

সংবাদদাতা, বোয়ালখালী, চট্টগ্রাম, ১ জুলাই ॥ বোয়ালখালীতে নিহত ৫ বছর বয়সী শিশু আইমান হক কায়েপের মৃত্যুর কারণ জানা গেছে। লাশ উদ্ধারের সাড়ে ৭ মাস পর বোয়ালখালী থানায় পৌঁছেছে আইমানের ময়নাতদন্তের প্রতিবেদন। এতে আইমানের মাথায় আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফলে জট খুলতে শুরু করেছে আলোচিত এ হত্যাকান্ডের। ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশ হাতে পেলেও কিভাবে হত্যাকান্ড সংঘটিত হয়েছে সে রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে আইমানকে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুল হাসান মিল্টন জানান, খুব দ্রুত এ হত্যাকান্ডের রহস্য উন্মোচন করা হবে। অপরাধী যেই হোক ছাড় পাবে না। নিহত আইমান বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী দরপপাড়া বদরুছ মেহের চেয়ারম্যান বাড়ির এজাহারুল হকের ছেলে।
×