ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলায় টাকার বিনিময়ে দফতরি কাম প্রহরী নিয়োগের অভিযোগ

প্রকাশিত: ০৪:৩৭, ২ জুলাই ২০১৮

 ভোলায় টাকার বিনিময়ে  দফতরি কাম প্রহরী  নিয়োগের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১ জুলাই ॥ ভোলায় পূর্ব চর ইলিশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিয়োগ কমিটি আদালতের রায় উপেক্ষা করে কয়েক লাখ টাকার বিনিময়ে ক্ষমতাসীন দলের এক নেতার ছেলেকে ‘দফতরি কাম প্রহরী’ পদে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ পাওয়া যায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরীক্ষায় প্রথম হওয়া প্রার্থী হাসনাইন আহম্মেদের বড় ভাই ও বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য মোঃ সাব্বির আহম্মেদ অভিযোগ করে বলেন, ২০১৪ সালে ভোলা সদর উপজেলার পূর্ব চর ইলিশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘দফতরি কাম প্রহরী’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তার পর ১ এপ্রিল ২০১৪ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তখন মৌখিক পরীক্ষায় সেখানে ৩ জন পরীক্ষার্থী অংশ নেন। ওই পরীক্ষায় হাসনাইন আহম্মেদ ৫২ নম্বর পেয়ে প্রথম হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি (এসএমসি) রেজুলেশন করে হাসনাইনকে নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত নেন। কিন্তু নিয়োগপত্রের জন্য প্রধান শিক্ষক ও এসএমসির সদস্য সচিব মোঃ হোসেন আহাম্মেদ সাব্বিরের কাছে (হাসনাইনের বড় ভাই) ৪ লাখ টাকা দাবি করেন। সাব্বির দেড় লাখ টাকা দিতে রাজি হন। কিন্তু দেড় লাখ টাকায় প্রধান শিক্ষক নিয়োগপত্র দিতে রাজি হননি। তখন প্রধান শিক্ষক ওই নিয়োগ ও রেজুলেশন বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেন। পরবর্তীতে ১৪ জুন উপজেলা নির্বাহী কার্যালয়ে আবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাব্বির আরও বলেন, তাই পূর্বের নিয়োগ বহাল ও পরবর্তী নিয়োগ বাতিলের দাবিতে হাসনাইন আহম্মেদ উচ্চ আদালতে রিট করেন। আদালত চলতি বছরের ২১ মার্চ ৩০ দিনের মধ্যে নিয়োগ কমিটিকে হাসনাইন আহম্মেদকে নিয়োগ প্রদানের রায় প্রদান করেন। রায় কার্যকর না হওয়ায় বিদ্যালয়ের বর্তমান সভাপতি, প্রধান শিক্ষক, ভোলা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে উকিল নোটিস পাঠানো হয়। এ দিকে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রশিদ বলেন, ‘হাসনাইন আহম্মেদকে নিয়োগপত্র না দেয়ার প্রতিবাদ করায় প্রধান শিক্ষক তাকে বাদ দিয়ে পূর্ব-ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ওরফে কালু মিয়াকে সভাপতি বানিয়েছেন। তার ছেলে কামরুল ইসলামকে দফতরি কাম প্রহরী পদে নিয়োগ দিয়েছেন।
×