ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মান্দায় প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

প্রকাশিত: ০৪:৩৬, ২ জুলাই ২০১৮

  মান্দায় প্রধান শিক্ষকের  অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ জুলাই ॥ মান্দা উপজেলার চককার্তিক সরকাীর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমীনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়দের দায়ের করা অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদনসহ এ সুপারিশ করেন তিনি। কিন্তু ৫ মাস অতিবাহিত হলেও আলোচিত সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট দপ্তর। এ নিয়ে শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। জানা গেছে, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমীন ২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে স্লিপ ফান্ড ও প্রাক-প্রাথমিকের শ্রেণী সজ্জিতকরণের ৯০ হাজার টাকা, বিদ্যালয় মাঠে থাকা পাইকড় গাছের ডালসহ কয়েকটি গাছ বিক্রির ১ লাখ টাকা ও পুরাতন বই বিক্রির টাকা বিদ্যালয় ফান্ডে জমা কিংবা উন্নয়ন কাজে ব্যয় না করে আত্মসাত করেন। এসব বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমীনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন কুসুম্বা ইউনিয়ন পরিষদের সদস্য মনসুর রহমানসহ স্থানীয়রা। বিদ্যালয়ের একাধিক অভিভাবক জানান, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমীন সঠিক সময়ে বিদ্যালয়ে আগমন ও প্রস্থান না করে ইচ্ছেমতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন। বিদ্যালয়ের সহকারী এক শিক্ষককে দিয়ে তিনি শ্রেণী কক্ষ খোলা ও ছুটির পর তালাবদ্ধ করিয়ে নেন। প্রাতিষ্ঠানিক কাজও করিয়ে নেন সহকারী শিক্ষকদের দিয়ে। প্রতিবাদ করায় হয়রানির শিকার হয়েছেন একাধিক শিক্ষক। অভিযোগের এসব বিষয় চলতি বছরের ২৩ জানুয়ারি তদন্ত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান। এরপর গত ৭ ফেব্রুয়ারি তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট একটি প্রতিবেদন দাখিল করেন। কিন্তু ৫ মাস অতিবাহিত হলেও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমীন দাবি করেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন।
×