ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিবরা ইনফিউশনের দরবৃদ্ধির কোন কারণ নেই

প্রকাশিত: ০৪:২৭, ২ জুলাই ২০১৮

লিবরা ইনফিউশনের দরবৃদ্ধির কোন কারণ নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ২৭ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে ২৯ মে লিবরা ইনফিউশনের শেয়ার দর ছিল ৫০৫ টাকা ৮০ পয়সা। ২৭ জুন তা এক হাজার ১৫৩ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। -অর্থনৈতিক রিপোর্টার
×