ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গত অর্থবছরে সূচক কমেছে ২৫১ পয়েন্ট

প্রকাশিত: ০৪:২৪, ২ জুলাই ২০১৮

 গত অর্থবছরে সূচক কমেছে  ২৫১ পয়েন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের অর্থবছরের চেয়ে গত অর্থবছরে ২৫১ পয়েন্ট এবং লেনদেন ২১ হাজার কোটি টাকা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইতে ডিএসইএক্স আগের অর্থবছরের চেয়ে ২৫০.৫৯ পয়েন্ট বা ৪.৪৩ শতাংশ কমে ২০১৭-১৮ অর্থবছরের শেষ দিনে ৫ হাজার ৪০৫.৪৬ পয়েন্টে দাঁড়ায়। ২০১৭-১৮ অর্থবছরে ডিএসইএক্স সর্বোচ্চ ৬ হাজার ৩৩৬.৮৮ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ৫,৪৮৮.৮৭ পয়েন্ট। এ সময়ে ডিএসই-৩০ সূচক ১২৩.৮৬ পয়েন্ট বা ৫.৯৪ শতাংশ কমে ১ হাজার ৯৫৯.৯৫ পয়েন্টে দাঁড়ায়। ২০১৭-১৮ অর্থবছরে ডিএস-৩০ সূচক সর্বোচ্চ ২ হাজার ৩০৪.৬৯ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১ হাজার ৯৪১.৮৭ পয়েন্ট। একই বছর শরিয়াহ্ সূচক ৩২.৯৫ পয়েন্ট বা ২.৫৪ শতাংশ কমে ১২৬৩.৭৯ পয়েন্টে দাঁড়ায়। ২০১৭-১৮ অর্থবছরে শরিয়াহ সূচক সর্বোচ্চ ১৪৩৩.১৭ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন ছিল ১২২৮.১৮ পয়েন্ট। ডিএসইতে ২০১৭-১৮ অর্থবছরে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৮৫ কোটি ২০ লাখ টাকা, যা গত অর্থবছরের তুলনায় ২১ হাজার ৪৩৭ কোটি টাকা বা ১১.৮৮ শতাংশ কম। ২০১৭-১৮ অর্থবছরে মোট ২৪৬ কার্যদিবস লেনদেন হয়েছে। গড়ে প্রতিদিন লেনদেন হয় ৬৪৬ কোটি ৬০ লাখ টাকা।
×