ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের বাইরে মুক্তি পাচ্ছে চার চলচ্চিত্র

প্রকাশিত: ০৪:১৯, ২ জুলাই ২০১৮

দেশের বাইরে মুক্তি পাচ্ছে চার চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ দেশে ও বিদেশে চারটি চলচ্চিত্র মুক্তি দেয়ার জন্য অনুমতির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি এবার ঈদে মুক্তি পেয়েছে সিয়াম-পূজা অভিনীত চলচ্চিত্র ‘পোড়ামন টু’। এবং এর আগে মুক্তি পেয়েছিল ববির ‘বিজলী’। এ দুটি চলচ্চিত্র বাংলাদেশের পর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার অপেক্ষায় রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এবার রোজার ঈদে পশ্চিমবঙ্গে মুক্তি পায় শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘ভাইজান এলো রে’। এ চলচ্চিত্রে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দুই অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল সরকার। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ভারতের প্রতিষ্ঠান এসকে মুভিজ। এবার বাংলাদেশে চলচ্চিত্রটি মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে বলে জানান, এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা। পাশাপাশি কলকাতার জিৎ ও মিমের অভিনীত ‘সুলতান’ চলচ্চিত্রটি আমদানি নীতিমালায় বাংলাদেশে ৬ জুলাই মুক্তি দেয়ার জন্য অনুমতি চেয়েছে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। এই চারটি চলচ্চিত্র তথ্য মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় রয়েছে। অশোক ধানুকা কলকাতা থেকে মুঠোফোনে বলেন, জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান এলো রে’ চলচ্চিত্রটি এবার বাংলাদেশে মুক্তি পাবে। চলচ্চিত্রটি মুক্তি দেয়ার জন্য সব কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। আমরা এখন শুধু অনুমতিপত্রের অপেক্ষায় রয়েছি। অনুমতি পাওয়ার পর চলচ্চিত্রটি বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হবে। অনুমতি ও সেন্সরের কাজ শেষ করে চলচ্চিত্রটি দ্রুত বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। আশা করছি, জুলাইয়ের শেষদিকে চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি দিতে পারব। এদিকে দেশীয় চলচ্চিত্র ‘পোড়ামন টু’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে রোজার ঈদে মুক্তি পায়। ছবিটি মুক্তির পর বেশ প্রশংসিত হয়েছে। রায়হান রাফি পরিচালিত এবং সিয়াম-পূজা অভিনীত এ ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার ইচ্ছে পোষণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। পাশাপাশি কলকাতার জিৎ ও মিমের অভিনীত ‘সুলতান’ চলচ্চিত্রটি আমদানি নীতিমালায় বাংলাদেশে ৬ জুলাই মুক্তি দেয়ার জন্য অনুমতি চেয়েছে প্রযোজনা সংস্থাটি। এই প্রতিষ্ঠানের কর্ণধার ও প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘পোড়ামন টু’ একটি মৌলিক গল্পের চলচ্চিত্র। এতে দেশীয় সব শিল্পী অভিনয় করেছেন এবং দর্শকরা বেশ পছন্দ করছেন। এটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য আগ্রহ জানিয়েছে ভারতের দুটি নামকরা প্রতিষ্ঠান। আমরা চলচ্চিত্রটি ভারতে মুক্তির বিষয়ে মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছি। মন্ত্রণালয়ের কাছে আমার চাওয়া থাকবে, এটি দ্রুত অনুমতি দেয়া হোক। তাহলে দেশীয় ভাল মানের চলচ্চিত্র পশ্চিমবঙ্গের দর্শকরা এবার দেখতে পাবেন। এছাড়া জিৎ ও মিমের ‘সুলতান’ চলচ্চিত্রটি রোজার ঈদে ভারতে বেশ ব্যবসা করেছে। বাংলাদেশের দর্শকরাও চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষায় রয়েছে। এটিও বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। এর বাইরে চিত্রনায়িকা ববি অভিনীত ও প্রযোজিত চলচ্চিত্র ‘বিজলী’ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ইফতেখার চৌধুরী পরিচালিত এ চলচ্চিত্রটিও এখন পর্যন্ত ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শন বা রফতানির জন্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাননি চলচ্চিত্রের অভিনেত্রী ও প্রযোজক ববি।
×