ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইইউর পক্ষ থেকে এখনও প্যাকেজ প্রস্তাব পায়নি ইরান

প্রকাশিত: ০৪:১৬, ২ জুলাই ২০১৮

  ইইউর পক্ষ থেকে এখনও প্যাকেজ প্রস্তাব পায়নি ইরান

ইরানের পরমাণু সমঝোতা রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি প্যাকেজ প্রস্তাব অনুমোদন করেছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশ এখন পর্যন্ত ইইউর পক্ষ থেকে কোন প্যাকেজ প্রস্তাব পায়নি। খবর ওয়েবসাইট। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেদেরিকা মোগেরিনির বরাত দিয়ে শনিবার কোন কোন গণমাধ্যম জানিয়েছিল, শুক্রবার ব্রাসেলসে ইইউর শীর্ষ নেতাদের বৈঠকে পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে একটি প্যাকেজ প্রস্তাব পাস হয়েছে। ওই খবরে মোগেরিনি বলেছিলেন, আগামী দু’দিনের মধ্যে এ প্রস্তাব তেহরানের কাছে হস্তান্তর করা হবে। এ সম্পর্কে কাসেমি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এ ধরনের একটি প্যাকেজ প্রস্তাব নিয়ে শেষ মুহূর্তের আলোচনা ও পরামর্শ চালিয়ে যাচ্ছে। তাদের পক্ষ থেকে প্রস্তাবটি তেহরানকে দেয়া হলে এটি পর্যালোচনার কাজ শুরু করবে ইরান। প্রস্তাবে ইরানের স্বার্থ কতখানি রক্ষিত হয় তার ওপর ভিত্তি করে পরমাণু সমঝোতায় টিকে থাকা বা বেরিয়ে আসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান। ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের সঙ্গে সই করা পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন।
×