ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অগ্রযাত্রা বনাম বাধা

প্রকাশিত: ০৪:০৪, ২ জুলাই ২০১৮

অগ্রযাত্রা বনাম বাধা

সমাজে নারী অগ্রযাত্রার নানা দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। দুঃখজনক হলো পদে পদে তাদের বাধা। পুরুষশাসিত তথা পুরুষতান্ত্রিক একটি সমাজে নারীর কোন কাজে বা পেশায় কৃতিত্ব প্রদর্শন সামান্য ব্যাপার নয়। বহু বাধা উজিয়েই তারা নিজেদের অর্জন ছিনিয়ে নেয়, আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করে। কিন্তু এখনও নারী বহুবিধ নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না। এই সমাজ এখনও নারীর জন্য সর্বতোভাবে ইতিবাচক ও বান্ধব হয়ে উঠতে পারছে না। পরিতাপ ও খেদের সঙ্গেই কথাগুলো বলতে হলো আমাদের মেয়ে খেলোয়াড়দের আরেকটি অর্জনের সুসংবাদ পেয়ে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সুদিন যাচ্ছে। এশিয়া কাপ থেকেই সেই সুদিন শুরু হয়েছে। এশিয়া কাপ জেতার পর এবার আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকেও সিরিজে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার দ্বিতীয় টি-২০তে আইরিশদের ৪ উইকেটে হারিয়েছে সালমাবাহিনী। তাতে করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেছে বাংলাদেশ। এই তো সেদিনের কথা। আফগানিস্তানের মতো দলের সঙ্গে টি-২০তে আমাদের টাইগাররা যখন হোয়াইট ওয়াশ হয়ে দেশবাসীকে হতাশায় ডুবিয়ে দিয়েছিল, ঠিক সে সময়ে নারী ক্রিকেটাররা প্রথমবারের মতো কোন আন্তর্জাতিক ট্রফি দেশবাসীকে উপহার দিয়ে ঈদের আনন্দই যেন বাড়িয়ে দিয়েছিল। ফাইনালে তারা ভারতের মতো শক্তিশালী টিমকে হারিয়েছে। এতে মানুষের খুশি যেন আরও বেড়ে গেল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং; তিন বিভাগেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে শিরোপা ঘরে তুলেছিল সালমারা। নারীদের টি-২০ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে হারিয়ে ঐতিহাসিক শিরোপা জিতেছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। উল্লেখ্য, বাংলাদেশের নারী ক্রিকেটের অগ্রযাত্রা খুব বেশিদিনের নয়। ২০১১ সালে তারা ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে। সেখানে তারা অল্প সময়ের মধ্যে যে সাফল্য অর্জন করেছে তা প্রশংসাযোগ্য। দেশের ক্রীড়াক্ষেত্রে নারী অবদান রেখে চলেছে। এখন পুরুষ আর নারীর জন্য আলাদা আলাদা খেলা বলে কিছু আর নেই। কী ক্রিকেট, কী ফুটবল, কী অন্যান্য খেলা; সর্বত্রই নারীর অংশগ্রহণ নিশ্চিত হচ্ছে। এই ধারাবাহিকতায় নৌকাবাইচও নিঃসন্দেহে আকর্ষণীয় সংযোজন। নারীর কর্মপরিধি প্রতিনিয়ত বাড়ছে। যে সমাজ এক সময় নারীকে পেছনে ঠেলে রাখত এখন সেই সমাজে নারী তার নিজেরই ক্ষমতাবলে সর্বস্তরে স্থান করে নিচ্ছে। সকল পেশায়ই নারীর অংশগ্রহণ বাড়ছে। নারীর ক্ষমতায়নের পথে তার অগ্রযাত্রা এখন শুধু দেশবাসীরই নয়, বিশ্ববাসীরও বিস্ময়। রাজধানীর যানবাহন ভারাক্রান্ত ব্যস্ত সড়কে নীল পোশাক পরিহিত সপ্রতিভ নারী সার্জেন্ট লাল মোটরসাইকেল নিয়ে ছুটছেনÑ এমন দৃশ্য চাক্ষুষ করা এখন আর কল্পনা নয়। দেশে বরাবরই খেলাধুলায় মেয়েরা সফলতা দেখিয়ে আসছে। তাদের সুযোগ-সুবিধা বাড়ানো ও যথাযথ পরিচর্যা এখন সময়ের দাবি। নারী ক্রিকেট দল আগামীতে জাতির জন্য আরও বড় সুসংবাদ বয়ে আনুক, এটাই প্রত্যাশা। একইসঙ্গে সবার কাছে আমাদের আবেদন নারীকে মর্যাদা দিন, তার চলার পথে যদি সহায়ক নাও হতে পারেন, তবু তাদের সামনে বিবিধ প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। নারীধর্ষণ ও নিপীড়নের মতো গর্হিত কাজের সঙ্গে যারা জড়িত তাদের কখনও ক্ষমা করবেন না। যেখানেই নারীর অগ্রযাত্রা দেখবেন, সেটির প্রশংসা করুন। আর নারীর প্রতি অসম্মান দেখলে তার প্রতিবাদে সোচ্চার হোন। এটি যেন আমরা বিস্মৃত না হই যে, দেশের প্রায় অর্ধেক নাগরিকই নারী। সুতরাং তারা এগিয়ে গেলে দেশই এগিয়ে যাবে।
×