ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বি’বাড়িয়ায় ৯ বগি লাইনচ্যুত ॥ ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল বন্ধ

প্রকাশিত: ০৮:২০, ১ জুলাই ২০১৮

বি’বাড়িয়ায় ৯ বগি লাইনচ্যুত ॥ ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার শিমরাইলকান্দি-কলেজপাড়া এলাকায় জ্বালানি তেলবাহী একটি কন্টেনার ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রাত সাড়ে দশটা থেকে এ রেলপথের রাজধানী ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের আপলাইনে ট্রেন চলচাল বন্ধ রয়েছে। রেলওয়ে সূত্র জানায়, রাত প্রায় নয়টায় আখাউড়া রেলওয়ে জংশন থেকে ঢাকাগামী একটি জ্বালানি তেলবাহী কন্টেনার ট্রেন ছেড়ে আসে। ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়া-শিমরাইলকান্দি এলাকায় টার্নিং পয়েন্ট অতিক্রমকালে ট্রেনটিতে বিকট শব্দ হয়। এ সময় ইঞ্জিনের পাশের নয়টি বগি লাইনচ্যুত হয়। প্রত্যক্ষ্যদর্শীরা জানায়. কয়েকটি বগি লাইন থেকে ছিটকে ৬/৭ ফুট দূরে গিয়ে পড়ে। এতে রেললাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়। কন্টেনারের বগি থেকে বিপুল জ্বালানি তেল নির্গত হয়ে পার্শ্ববর্তী জলাশয়ে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে। এদিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থালের উদ্দেশে রওনা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সারফুল আলম বলেন, একটি মালবাহী গাড়ি জ্বালানিসহ পড়ে গেছে। তবে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার কাজ করছে।
×