ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপন

প্রকাশিত: ০৭:৩৯, ১ জুলাই ২০১৮

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্যাপন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডু সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উদ্যাপন করে। দূতাবাস নেপালের কাঠমান্ডুর সেনা অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহনবিষয়কমন্ত্রী রবীন্দ্র অধিকারী। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সেঁজুতি বড়–য়া এবং নজরুল সঙ্গীতশিল্পী মাহমুদ হাসান বেশ কয়েকটি রবীন্দ্র ও নজরুলসঙ্গীত পরিবেশন করেন। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন। অনুষ্ঠানের শুরুতে সংস্কৃতিবিষয়কমন্ত্রী বাংলাদেশ-নেপালের শক্তিশালী সাংস্কৃতিক বন্ধনের উল্লেখ করেন যা হাজার বছরের অধিক সময় ধরে বিদ্যমান। তিনি বলেন, এ সাংস্কৃতিক সেতুবন্ধন আমাদের দুই দেশের মধ্যে বিশেষত বাণিজ্য, পর্যটন, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্ককে জোরদার করেছে। রাষ্ট্রদূত মিজ্ মাশফী বিন্তে শাম্স্ সমাপনী বক্তব্যে বলেন যে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম উভয়েই বাংলাদেশের মানুষের অন্যতম প্রেরণার উৎস। বাংলাদেশ আজ প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন দেখা সোনার বাংলার দিকে এগিয়ে চলছে। বাংলাদেশ দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, নেপাল সরকারের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সার্ক সচিবালয় কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশী, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, সিভিল সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
×