ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তারকাদের ছবি নিয়ে তুহিন হোসেনের প্রদর্শনী

প্রকাশিত: ০৭:৩৯, ১ জুলাই ২০১৮

তারকাদের ছবি নিয়ে তুহিন হোসেনের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ গ্যালারিতে প্রবেশ করলেই চোখে পড়বে চিত্রনায়িকা মৌসুমী, অভিনেত্রী অপি করিম, সুবর্ণা মোস্তফা, চিত্রনায়ক শাকিব খানসহ তারকা জগতের অনেক প্রিয় মুখের ছবি দেয়ালে শোভা পাচ্ছে। বাদ পড়েনি খ্যাতিমান সঙ্গীতশিল্পীরাও। ধানম-ির দৃক গ্যালারিতে সম্পূর্ণ ব্যতিক্রমী এক প্রদর্শনীর আয়োজন করেছে আলোকচিত্রী তুহিন হোসেন। একটা সময় গ্লামার ফটোগ্রাফির কদর ছিল খুব বেশি। ১৯৯৮ সালে পেশা হিসেবে দেশের গ্লামার ফটোগ্রাফি শুরু করেন তুহিন হোসেন। বাংলাদেশে ও দিল্লিতে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা শেষে ১৯৯৮ সালে ‘সাপ্তাহিক ২০০০’ এবং ‘আনন্দধারা’ ম্যাগাজিনে স্টাফ ফটোগ্রাফার হিসেবে কাজ শুরু করেন তিনি। সেলিব্রিটি সব ফটোসেশনে তখন থেকেই পথচলা শুরু তার। দেশসেরা সফল তারকাদের বিভিন্ন সময়ের তোলা ছবি নিয়ে শুক্রবার দু’দিনের একক প্রদর্শনী করেন তিনি। শুক্রবার সন্ধ্যায় এই প্রদর্শনী উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী অপি করিম, ফারজানা চুমকী, লারা লোটাস, আইরিন, মডেল-অভিনেত্রী অপ্সরা, পরিচালক চয়নিকা চৌধুরীসহ আরও অনেক তারকা। তুহিন হোসেন বলেন, এটা একটা স্বপ্ন ছিল যে তারকাদের ছবি নিয়ে একটা গ্লামার চিত্র প্রদর্শনী করব। আজ এটা সত্যি হয়েছে তাই বেশ ভাল লাগছে। যারা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, ফটোগ্রাফি নিয়ে পথচলাটা আমার অনেক দিনের। ‘সাপ্তাহিক ২০০০’ এবং ‘আনন্দধারা’ ম্যাগাজিনের বাইরে ডেইলি স্টারের সাপ্তাহিক ম্যাগাজিন ‘স্টার শোবিজে’ অনেক সেলেব্রিটির কভার ফটোশুট করেছি। বিভিন্ন সময়ের ফটোশুটের ছবি থেকে বাছাই করে আমি ৭৫টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত করেছি। যেখানে মডেল, সঙ্গীতশিল্পীসহ চলচ্চিত্রের অনেক প্রিয়মুখ রয়েছেন। দেশের শোবিজে গ্লামার ফটোগ্রাফিতে তুহিন হোসেনের বেশ খ্যাতি রয়েছে। তার হাত ধরে অনেক তারকা শোবিজে এসেছেন। শাকিব খান, ফেরদৌস, পপি, জয়া আহসান, সঙ্গীতশিল্পী জেমস, হাবিব ওয়াহিদ, আসিফ আকবর, ন্যান্সিসহ দেশসেরা সফল তারকাদের ছবি এই প্রদর্শনীতে স্থান পায়।
×