ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর ॥ চীন হবে শীর্ষ আমদানিকারক

প্রকাশিত: ০৭:৩৫, ১ জুলাই ২০১৮

টুকরো খবর ॥ চীন হবে শীর্ষ আমদানিকারক

অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে ২০২৩ সাল নাগাদ চীনে জ্বালানি পণ্যের ব্যবহার বর্তমানের তুলনায় বেড়ে দ্বিগুণের কাছাকাছি পৌঁছে যাবে। নিজস্ব উত্তোলনের পাশাপাশি আমদানির মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে চীন। এ ধারাবাহিকতায় ২০১৯ সালে প্রাকৃতিক গ্যাস আমদানিকারকদের বৈশ্বিক তালিকায় শীর্ষ অবস্থানে পৌঁছে যাবে দেশটি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) বার্ষিক ‘গ্যাস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা উঠে এসেছে। আইইএর তথ্য অনুযায়ী, চলতি শতকের শুরু“থেকে চীনে প্রাকৃতিক গ্যাস ব্যবহারে তেজীভাব বজায় রয়েছে। এ ধারাবাহিকতায় ২০১৭ সালে দেশটিতে প্রতিদিন গড়ে ২০ হাজার ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাস ব্যবহার হয়েছে। আগামী দিনগুলোয়ও চীনে জ্বালানি পণ্যটির ব্যবহারে তেজীভাব বজায় থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। ২০২৩ সাল নাগাদ দেশটিতে প্রাকৃতিক গ্যাসের দৈনিক গড় ব্যবহার বর্তমানের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেড়ে ৩৭ হাজার ৬০০ কোটি ঘনমিটার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। চীনের অর্থনীতির গতি যত ত্বরান্বিত হচ্ছে, দেশটিতে জ্বালানি পণ্যের ব্যবহারও ততই বাড়ছে। বিশেষত দেশটির শিল্প উৎপাদন ও গৃহস্থালি খাতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দ্রুত বাড়ছে। আগে দেশটিতে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বেশ জনপ্রিয় ছিল। তুলনামূলক সস্তা হওয়ার কারণে মানুষ বেশি বেশি কয়লা ব্যবহার করত। বর্তমানে পরিবেশ সুরক্ষা ইস্যুতে মানুষের মধ্যে সচেতনতা বেড়ে যাওয়ায় কয়লার ব্যবহার দিন দিন কমে আসছে। তুলনামূলক সস্তা ও পরিচ্ছন্ন জ্বালানি হওয়ায় মানুষ প্রাকৃতিক গ্যাস ব্যবহার ঝুঁকছে। এ কারণে দেশটির বাজারে জ্বালানি পণ্যটির ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে প্রাকৃতিক গ্যাসের আমদানিও। জ্বালানি পণ্যটির আমদানি বৃদ্ধির বর্তমান হার বজায় থাকলে আগামী বছরই বিশ্বের শীর্ষ প্রাকৃতিক গ্যাস আমদানিকারক দেশের স্বীকৃতি পাবে চীন।
×