ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেধাবী মুখ

প্রকাশিত: ০৭:৩৩, ১ জুলাই ২০১৮

মেধাবী মুখ

পিএইচ.ডি. ডিগ্রী অর্জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া ফারাহ্ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি. ডিগ্রী লাভ করেছেন। তার গবেষণার বিষয় ছিল ‘লবণসহিষ্ণু ধানজাতের বৈশিষ্ট্য নির্ধারণ’। তার গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ এবং সহযোগী তত্ত্বাবধায়ক ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্লান্ট প্যাথলজি ডিভিশনের প্রধান ড. রুমানা ইয়াসমিন। উল্লেখ্য, ড. সুমাইয়া বিভিন্ন চ্যানেলে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে থাকেন। ড. সুমাইয়া ঢাবির অধ্যাপক ড. নূরুর রহমান খান ও অধ্যাপক ফিক্রিয়া বেগমের একমাত্র মেয়ে এবং বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ড. রুবাব খানের বোন।
×