ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ছাত্র হত্যাকারীদের বিচার দাবি

প্রকাশিত: ০৬:২৭, ১ জুলাই ২০১৮

ফরিদপুরে ছাত্র হত্যাকারীদের বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩০ জুন ॥ নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আলাউদ্দীন মাতুব্বর ওরফে অন্তরের অপহরণ ও হত্যাকা-ে জড়িত প্রকৃত খুনীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সাংসদ সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরী। হত্যাকারীদের বিচারের দাবিতে শনিবার দুপুর ১২টার দিকে নগরকান্দা উপজেলার তালমা বাজারে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী। ওই কর্মসূচীতে অংশ নিয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সাজেদার প্রতিনিধি শাহাদাব আকবর। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শাহদাব আকবার চৌধুরী বলেন, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আলাউদ্দীন মাতুব্বার হত্যার ঘটনাটি একটি এটা নৃসংশ হত্যাকা-। যারা আলাউদ্দিনকে নৃসংশভাবে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। ফুলবাড়িয়ায় ৮ মাস পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ নিখোঁজের ৮ মাস পর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বড়বিল থেকে আলম হোসেন (৩৫) নামে এক অটো রিক্সচালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন-পিবিআই। এই হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়েছে। পিবিআই হেফাজতে সাদ্দামের জিজ্ঞাসাবাদ চলছে। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, গ্রেফতার হওয়া সাদ্দামের জবানবন্দীর সূত্র ধরে শুক্রবার রাতে ফুলবাড়িয়া উপজেলার বড়বিল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা আলম হোসেনের কঙ্কাল উদ্ধার করে। উল্লেখ্য, গত ২০১৭ সালের ৭ নবেম্বর আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর পর থেকে নিখোঁজ ছিল আলম। এ বিষয়ে ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি ও পরে ময়মনসিংহ আদালতে মামলার সূত্র ধরে পিবিআই অনুসন্ধান চালিয়ে এই নিখোঁজ ও হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন করে।
×