ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ জুয়াড়ির সাজা

প্রকাশিত: ০৬:২৪, ১ জুলাই ২০১৮

পাঁচ জুয়াড়ির সাজা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩০ জুন ॥ আমতলী উপজেলার মুন্সিরহাট বাজারে জুয়া খেলার অপরাধে পাঁচ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে। জানা গেছে, উপজেলার মুন্সিরহাট বাজারের কাবিল তালুকদারের চায়ের দোকানে দীর্ঘদিন ধরে ৬/৭ জনের একটি দল জুয়া খেলছিল। শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় ওই দোকান থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করে। পরে পুলিশ আমতলী উপজেলা ভ্রাম্যমাণ আদালতে জুয়াড়িদের সোপর্দ করে। জুতার মধ্যে আড়াই কেজি সোনা স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় আড়াই কেজি। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। জানা যায়, শনিবার সকালে দুবাই থেকে একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এক যাত্রীর শরীর তল্লাশি করে তার জুতার ভেতর থেকে আড়াই কেজি ওজনের ২২টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
×