ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কার দাবিতে রাবির হলে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২৪, ১ জুলাই ২০১৮

সংস্কার দাবিতে রাবির হলে বিক্ষোভ

রাবি সংবাদদাতা ॥ হলে পানি সঙ্কট, অপরিষ্কার শৌচাগার, ইন্টারনেট সমস্যা সমাধানসহ কয়েক দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ করেছে শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষ ও সুপারভাইজারের পদত্যাগ চেয়ে স্লোগান দেন। একপর্যায় তারা প্রাধ্যক্ষ কার্যালয়ের দরজা ও হলের কিছু বৈদ্যুতিক বাতি ভাংচুর করেন। বিক্ষোভের কথা শুনে প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিছুর রহমান ঘটনাস্থলে এলে শিক্ষার্থীরা তাকে তাদের দাবিগুলো উল্লেখ করেন। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো, হলের পয়নিষ্কাশন ব্যবস্থা ভাল করতে হবে, বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে, বাথরুম ও ওয়াশরুম ব্যবস্থা ভাল করতে হবে, হাইস্পিড ওয়াইফাই ব্যবস্থাকরণ, রিডিং রুম, ইন্টারনেট রুম, ক্যান্টিন চালু করা, ডাইনিংয়ে মানসম্পন্ন খাবারের ব্যবস্থা। হলের শিক্ষার্থীদের অভিযোগ, ঠিকমতো পরিচ্ছন্ন কর্মীরা না আসায় হলের বাথরুম ও ওয়াশরুমগুলোর বেহাল হয়ে আছে। হলে ঠিকমতো পানি থাকে না। ডাইনিংয়ের খাবার নিম্নমানের যা বারবার অভিযোগ করা সত্ত্বে¡ও সমস্যা নিরসনে হল প্রশাসন উদ্যোগ নিচ্ছে না। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় হলের প্রাধ্যক্ষ এম আনিছুর রহমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, হলের পানি সমস্যাসহ অন্যান্য সমস্যার কথা শুনে চীফ ইঞ্জিনিয়ার ও প্রোভিসিকে এ বিষয়ে অবগত করেছি। তারা দ্রুত সমস্যা সমাধান করবে বলে জানিয়েছেন। নেত্রকোনা পৌরসভার বাজেট ঘোষণা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ জুন ॥ নেত্রকোনা পৌরসভা ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১৩৮ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৮৭৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। পৌর মেয়র নজরুল ইসলাম খান শনিবার এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন। বেলা ১১টায় পৌর মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম আশরাফুল আলম। মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন : জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, চন্দ্রনাথ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম রসুল তালুকদার প্রমুখ। এ সময় পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
×