ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস

প্রকাশিত: ০৫:১৯, ১ জুলাই ২০১৮

বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস

হন্ডুরাসের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়ার সমর্থকরা সম্প্রতি রাজধানী তেগুসিগালপায় বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভের একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে দাঙ্গা পুলিশ। মানুয়েল জেলায়ার ক্ষমতাচ্যুত হওয়ার নবম বার্ষিকীতে শনিবার এই বিক্ষোভের আয়োজন করা হয় –এএফপি কৃত্রিম পায়ে হাঁটছে মায়া ৮ বছর বয়সী মায়া মোহাম্মেদ আলী মেহরি। জন্ম সিরিয়ার ইদলিবে। জন্মের সময় থেকেই পা নেই মেয়েটির। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অন্যান্য শিশুর মতো তারও ঠাঁই হয়েছে শরণার্থী শিবিরে। টিনের কৌটা ও অন্যান্য জিনিস দিয়ে মায়ার বাবা মেয়েটিকে একটি কৃত্রিম পা বানিয়ে দিয়েছে। এই পায়ে কোনমতে হাঁটতে পারে মায়া। ছবিটি রবিবার তোলা –এএফপি
×