ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শহীদ কাজী শামসুল হকের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:১৯, ১ জুলাই ২০১৮

শহীদ কাজী শামসুল হকের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধে শহীদ স্বাধীনতা সংগ্রামী কাজী শামসুল হকের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার এই কৃতি সন্তানকে একাত্তর সালের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়। শীর্ষ রাজাকার পাকিস্তান বাহিনীর দোসর মানবতাবিরোধী অপরাধী শর্ষিণার পীর আবু সালেহ’র সহায়তায় পাকিস্তান বাহিনীর ক্যাপ্টেন এজাজ তাঁকে হত্যা করে। তারপর তার মরদেহ নদীতে ফেলে দেয়া হয়। কাজী শামসুল হক স্বরূপকাঠি থানা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাঙালীর তাবত গণতান্ত্রিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন। একাত্তরের মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের পর গ্রেফতার হন তিনি। কারাভোগ করেন। দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পায়ে জুতো পরবেন না এমন প্রতিজ্ঞা করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত সেখান থেকে সরে আসেননি তিনি। মহাসড়কের প্রশস্থতা বাড়িয়ে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে উত্তরাঞ্চলের ৬ জেলা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দেশের আঞ্চলিক মহাসড়ক দিয়ে নিরাপদে যানবাহন চলাচলে প্রশস্থতা বাড়িয়ে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। এলাকাভেদে সড়কের বিদ্যমান ১২ থেকে ১৮ ফুট প্রশস্থতাকে বাড়িয়ে ২৪ ফুটে উন্নীত করার কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে দেশে সড়ক ও মহাসড়ক বিভাগের ১০টি জোনের আওতায় ১শ’ ২৬টি সড়কের মধ্যে ৪২টি সড়কের প্রশস্থতা ২৪ ফুটে উন্নীত করা হচ্ছে। এই প্রকল্পের বগুড়া-নওগাঁ ও বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক প্রশস্থ করা হচ্ছে। প্রশস্থের কাজ ছাড়াও সড়কের উন্নয়ন কাজ করা হবে, সূত্র এমনটি জানিয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর সূত্র জানায়, দেশে মহাসড়কের পরিমাণ অন্তত ২১ হাজার ৩শ’ কিলোমিটার।
×