ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না বিএনপি ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৯, ১ জুলাই ২০১৮

নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না বিএনপি ॥ তথ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৩০ জুন ॥ গণতন্ত্রকে ব্যবহার করে বিএনপি নাশকতা, অন্তর্ঘাত এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাইছে উল্লেখ করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগে বিএনপিকে ঠিক করতে হবে। আসলে তারা নির্বাচন গণতন্ত্রে বিশ্বাস করেন কি না। তিনি বলেন, বিএনপি নির্বাচন গণতন্ত্রের ধার ধারে না। মূলত তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য নির্বাচন গণতন্ত্রের সুযোগ নিচ্ছে। যাতে বিচার-আচারগুলো বন্ধ হয়ে যায়, যুদ্ধাপরাধীরা মুক্তি পায় এবং দুর্নীতির অপরাধে দ-িত ব্যক্তিবর্গ কারগার থেকে বের হয়ে আসে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ইনু বলেন, মূলত অপরাধীদের মুক্তি দেয়ায় বিএনপির মূল রাজনীতি। সেই রাজনীতির অংশ হিসেবে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে যে কোন পন্থায় কারাগার থেকে মুক্তি করার চক্রান্তে তারা লিপ্ত আছে। তিনি বলেন, দেশবাসীকে বিএনপি ও খালেদা জিয়া সর্ম্পকে সর্তক হতে হবে। কারণ বিএনপি ও খালেদা জিয়া নির্বাচন ও গণতন্ত্রের ধার ধারছেন না।
×