ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিকিৎসা অবহেলায় সাংবাদিক কন্যার মৃত্যু ॥ তদন্ত কমিটি

প্রকাশিত: ০৫:১৯, ১ জুলাই ২০১৮

চিকিৎসা অবহেলায় সাংবাদিক কন্যার মৃত্যু ॥ তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার রুবেল খানের একমাত্র কন্যা রাইফা খান (৩) শুক্রবার গভীর রাতে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। এ মৃত্যুর ঘটনা নিয়ে রুবেল খান ও তার পরিবারের সদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসকদের ভুল চিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনেছেন। রুবেল খানের অভিযোগ, তার কন্যা রাইফার গলার ব্যথাজনিত কারণে চিকিৎসার জন্য নগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসা প্রক্রিয়ায় যথেষ্ট অবহেলা, গাফিলতি, সর্বোপরি ওষুধ প্রয়োগে ভুল ছিল। রাতে এ ঘটনা জানাজানি হলে চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ ম্যাক্স হাসপাতালে ভিড় জমায়। একপর্যায়ে বাদানুবাদ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও বিএমএ নেতৃবৃন্দও হাসপাতালে পৌঁছায়। বাকবিত-া চলাকালে পুলিশ হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকসহ ৩ জনকে চকবাজার থানায় নিয়ে যায়। সেখানে পুলিশের উপস্থিতিতে বিএমএ ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হয়। বৈঠকে চট্টগ্রামের সিভিল সার্জনকে প্রধান করে এবং সাংবাদিক ও পুলিশের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, যেসব অভিযোগ পাওয়া গেছে তা সরেজমিনে খতিয়ে দেখা হবে। এরপর রিপোর্ট পেশ করা হবে। তিনি আরও জানান, তদন্তে চিকিৎসাজনিত ভুলের অভিযোগটি প্রাধান্য দেয়া হবে। এ ব্যাপারে নিরপেক্ষতা বজায় থাকবে। এদিকে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম হাউজিং কো অপারেটিভ সোসাইটি নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিযুক্ত ডাক্তার ও ব্যবস্থাপনায় জড়িতদের অবহেলার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনা নিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শনিবার বিকেলে প্রেসক্লাব চত্বরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
×