ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্কিন শেয়ার বাজারে আমাজনের প্রভাব

প্রকাশিত: ০৫:১৪, ১ জুলাই ২০১৮

মার্কিন শেয়ার বাজারে আমাজনের প্রভাব

মার্কিন ই-কমার্স জায়ান্ট আমাজনের মাত্র দুই ঘোষণায় বৃহস্পতিবার আটটি প্রতিষ্ঠান মোট ১৭৫০ কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, ওয়াল স্ট্রিটে আমাজন এখন একটি শক্তি হয়ে উঠেছে। এমনকি এখন প্রতিষ্ঠানটি নতুন কোন খাতে যাওয়ার কোন একটি আভাসে শেয়ারবাজারে বড় বদল হয়ে যেতে পারে। আমাজনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা স্থানীয় পণ্য সরবরাহকারী নেটওয়ার্কগুলো পরিচালনা করতে উদ্যোক্তাদের নিয়োগ দেবে। প্রতিষ্ঠানটির এমন পদক্ষেপের মাধ্যমে ফেডএক্স এবং ইউপিএসের মতো ক্যারিয়ারগুলোর ব্যবসায়ে প্রভাব পড়তে পারে। বৃহস্পতিবার এই দুই প্রতিষ্ঠানের মোট প্রায় তিন শ’ কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে ইউপিএস। এই ঘোষণার কয়েক ঘণ্টা পর, আমাজনের পক্ষ থেকে বলা হয় তারা অনলাইনে খুচরা ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান পিলপ্যাককে কিনে নেবে। আর এ খবরেই নড়ে ওঠে স্বাস্থ্য খাতের বাজার। -অর্থনৈতিক রিপোর্টর
×