ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাইওএসে ২.২ কোটি ডলার বিনিয়োগ করেছে গুগল

প্রকাশিত: ০৫:১৩, ১ জুলাই ২০১৮

কাইওএসে ২.২ কোটি ডলার বিনিয়োগ করেছে গুগল

ফিচার ফোনের অপারেটিং সিস্টেম ‘কাইওস’-এ ২.২ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে গুগল। কাইওএস গ্রাহকদের জন্য গুগল এ্যাসিস্টেন্ট, ম্যাপস, সার্চ এবং ইউটিউব সেবা আনতে এই বিনিয়োগ করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। নোকিয়া, জিওফোন এবং মাইক্রোম্যাক্সের মতো ফিচার ফোনগুলো চলে কাইওএস অপারেটিং সিস্টেমে। এ বিষয়ে এক ব্লগ পোস্টে কাইওএস টেকনোলজিস প্রধান সেবাস্টেইন কোডভিল বলেন, ‘এই তহবিল কাইওস চালিত স্মার্ট ফিচার ফোনগুলোর দ্রুত উন্নয়ন এবং বৈশ্বিক বিস্তৃতির জন্য সহায়ক হবে।’ গুগলের এই বিনিয়োগ ফিচার ফোন ওএস ব্যবহারকারীদের উদীয়মান বাজারের শতকোটি গ্রাহকের সঙ্গে যুক্ত করবে। উন্নত ফিচারসহ ইন্টারনেটভিত্তিক স্মার্টফোন গ্রাহকদের সঙ্গে কাইওএস গ্রাহকের যুক্ত করবে এই বিনিয়োগ। কোডভিল বলেন, ‘আরও বেশি ডিভাইসে গুগলের সেবা দেয়ায় প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে পেরে আমরা উৎফুল্ল।’ -অর্থনৈতিক রিপোর্টার
×