ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাতলাপুর চেকপোস্টে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ০৫:১৩, ১ জুলাই ২০১৮

চাতলাপুর চেকপোস্টে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কুলাউড়া উপজেলার মনু সেতু থেকে চাতলাপুর চেকপোস্ট পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সড়ক। সাম্প্রতিক বন্যায় সড়ক ও সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে দুর্ভোগের পাশাপাশি বন্ধ রয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। যদিও সমস্যা সমাধানে কোন আশ্বাস দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১২ জুন বন্যার পানিতে ভেঙে যায় কুলাউড়ার মনু সেতু। ক্ষতিগ্রস্ত হয় সাড়ে চার কিলোমিটার সড়ক। একই সড়কের একটি কালভার্ট দেবে গিয়ে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। ফলে ঈদের বন্ধের পরে চাতলাপুর চেকপোস্টে আর শুরু হয়নি আমদানি-রফতানি কার্যক্রম। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি দৈনিক প্রায় তিন লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আমতলা থেকে চাতলাপুর চেকপোস্ট পর্যন্ত ১২টি পয়েন্টে রাস্তার অবস্থা খুবই করুণ। যাত্রীদের হয় পায়ে হেঁটে, না হয় বাড়তি ভাড়া গুণে যানবাহনে উঠতে হচ্ছে। আবারও ফেসবুকের ১২ কোটি ব্যবহারকারীর ডেটা ফাঁস অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘নেইমটেস্টস’ নামের এক ফেসবুক কুইজের নির্মাতার মাধ্যমে প্রায় ১২ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত ডেটা ফাঁসের খবর প্রকাশ হয়েছে। ব্যক্তিত্ববিষয়ক এই কুইজ এ্যাপ ২০১৬ সাল থেকে ব্যবহারকারীদের বিস্তারিত ডেটা তৃতীয় পক্ষের কাছে জমা করছে, এমন তথ্য প্রকাশ করেছেন এক নিরাপত্তা বিশ্লেষক। জার্মান এ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান সোশ্যাল সুইটহার্টস নেইমটেস্টস এ্যাপটি বানিয়েছে।
×