ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে দেশের গ্যাসকূপ

প্রকাশিত: ০৫:১২, ১ জুলাই ২০১৮

একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে দেশের গ্যাসকূপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে দেশের গ্যাসকূপ ক্ষেত্রগুলো। কোনটি পরিত্যক্ত হয়ে পড়ছে। আবার কোন কূপ থেকে জোড়াতালি দিয়ে চলছে গ্যাস উত্তোলন। এমন বেহাল দশার জন্য কর্মপরিকল্পনার অভাবকে দূষছেন তেল গ্যাস রক্ষা কমিটির নেতারা। তবে কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত পানি উঠে যাওয়া ও জোনে গ্যাস না থাকায়; কাক্সিক্ষত উৎপাদন হচ্ছে না। কূপ থেকে প্রত্যাশিত গ্যাস না মেলায় এখন বন্ধের পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সালদা গ্যাসক্ষেত্র। ৯০ দশকের শেষ দিকে গ্যাসক্ষেত্রটি থেকে উত্তোলন শুরু হয়। ১ ও ২নং কূপ দুটি শুকিয়ে গেছে। ৩ ও ৪নং কূপ থেকে যে গ্যাস উৎপাদন হচ্ছে। তা আশানুরূপ নয়। এই গ্যাসক্ষেত্রই নয়; ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীনে থাকা বিভিন্ন ফিল্ডের ১০টি কূপের অবস্থা একই। বেহাল দশার কারণ হিসেবে কর্মপরিকল্পনার অভাবকেই দূষছেন তেল গ্যাস রক্ষা কমিটির নেতারা। যদিও বাংলাদেশ গ্যাসফিল্ডের কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত পানি উঠা ও জোনে গ্যাস শেষ হয়ে যাওয়ায় হচ্ছে না কাঙ্খিত উৎপাদন। কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, দেশের জ্বালানি চাহিদার ৪২ শতাংশ পূরণ হয় বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীনে থাকা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন গ্যাস কূপ থেকে।
×