ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোন লভ্যাংশ ঘোষণা করেনি পিপলস লিজিং

প্রকাশিত: ০৫:১১, ১ জুলাই ২০১৮

কোন লভ্যাংশ ঘোষণা করেনি পিপলস লিজিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ। আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩০ পয়সা। আর সমন্বিতভাবে কোম্পানির ইপিএস হয়েছে ১০ পয়সা। এ সময় এককভাবে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৯৫ পয়সা। আর সমন্বিতভাবে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৯০ পয়সা। আগামী ১৮ সেপ্টেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ আগস্ট। -অর্থনৈতিক রিপোর্টার আজ রবিবার পুঁজিবাজার বন্ধ ব্যাংক হলিডে উপলক্ষে আজ রবিবার দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। একই কারণে পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। উল্লেখ, ব্যাংক হলিডে উপলক্ষে বছরে দু’দিন স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। একই কারণে বন্ধ থাকে লেনদেনও। বছরের শুরুতেই দুই স্টক এক্সচেঞ্জ ছুটির যে তালিকা প্রকাশ করেছে তাতে রবিবার লেনদেন বন্ধের বিষয়টি রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×