ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুমোদিত মূলধন বাড়াবে এএফসি এগ্রো

প্রকাশিত: ০৫:০৯, ১ জুলাই ২০১৮

অনুমোদিত মূলধন বাড়াবে এএফসি এগ্রো

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটিকের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ওষুধ ও রাসয়ন খাতের এ কোম্পানিটি অনুমোদন মূলধন ১০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত বাড়াবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, কোম্পানির বর্তমান অনুমোদন মূলধন ১০০ কোটি টাকা রয়েছে; যা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হবে। এজন্য কোম্পানির সংঘ স্মরকের ৫ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হবে। আর এ জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১২ আগস্ট বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। ওই দিন সকাল ১০টায় কাকরাইলের আইডিইবি ভবনে কোম্পানিটির এই ইজিএম অনুষ্ঠিত হবে। এএফসি এগ্রো বায়োটিকের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ’১৮-মার্চ ’১৮) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল যা ছিল ৭৫ পয়সা। আর ৯ মাসে (জুলাই ’১৭-মার্চ ’১৮) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ১৪ পয়সা। ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৭১ পয়সা।
×