ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সঞ্চিতি সংরক্ষণে আরও দুই বছর সময় পেল মার্চেন্ট ব্যাংক

প্রকাশিত: ০৫:০৮, ১ জুলাই ২০১৮

সঞ্চিতি সংরক্ষণে আরও দুই বছর সময় পেল মার্চেন্ট ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে নিজস্ব এবং গ্রাহকের পোর্টফোলিওতে ধারণ করা শেয়ারে সম্ভাব্য ক্ষতির বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণে আরও ২ বছর সময় পাচ্ছে মার্চেন্ট ব্যাংকগুলো। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সময় বাড়িয়েছে। এতে মার্চেন্ট ব্যাংকগুলো ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজস্ব এবং গ্রাহকের পোর্টফোলিওতে ধারণ করা শেয়ারে সম্ভাব্য ক্ষতির বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের সময় পেল। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানায়, ইতোমধ্যে মার্চেন্ট ব্যাংকগুলোকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মার্চেন্ট ব্যাংকগুলোর এই সঞ্চিতির মেয়াদ শেষ হচ্ছে। এদিকে মার্চেন্ট ব্যাংকার্স সূত্রে জানা গেছে, সংগঠনটি ৩ বছর সময় বাড়ানোর আবেদন করেছিল। তবে বিএসইসি মার্চেন্ট ব্যাংকসেরা আবেদনের পরিপ্রেক্ষিতে ২ বছর সময় বাড়িয়েছে। এ নিয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাধারণ সম্পাদক খায়রল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, আমরা মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব এবং গ্রাহকের পোর্টফোলিওতে ধারণ করা শেয়ারে সম্ভাব্য ক্ষতির বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের সময় বাড়ানোর জন্য আবেদন করেছিলাম। যে আবেদন বিএসইসি বিবেচনায় নিয়ে ২ বছর সময় বাড়িয়েছে। আমরা ৩ বছর সময় বাড়ানোর আবেদন করেছিলাম। বিএসইসি সূত্র বলছে, স্টক ব্রোকার বা স্টক ডিলাররাও নিজস্ব ও গ্রাহকদের পোর্টফোলিওতে পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিত সঞ্চিতি সংরক্ষণের মেয়াদ বাড়ানোর আবেদন করলে তাদেরও বাড়ানো হতে পারে। তবে কত বছর বাড়ানো হবে তা নিশ্চিত নয়। প্রসঙ্গত, ২০১২ সালে মার্চেন্ট ব্যাংক, স্টক ব্রোকার ও স্টক ডিলারদের নিজস্ব পোর্টফোলিওতে ধারণ করা শেয়ারে সম্ভাব্য ক্ষতির বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের জন্য এ সুবিধা দেয়া হয়। ওই সময় কেন্দ্রীয় ব্যাংকের এ-সংক্রান্ত একটি সিদ্ধান্ত পর্যালোচনা করে প্রতিষ্ঠানগুলোকে এ সুবিধা দেয় বিএসইসি। এরপর পুঁজিবাজারে বিনিয়োগ থেকে সম্ভাব্য ক্ষতির বিপরীতে ধাপে ধাপে সঞ্চিতি সংরক্ষণের সুবিধা দেয় বিএসইসি।
×