ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৩.২৯ শতাংশ

প্রকাশিত: ০৫:০৮, ১ জুলাই ২০১৮

ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৩.২৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমলেও লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৩.২৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ৫৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৬৫৭ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন বেড়েছে ৮৮৫ কোটি টাকা বা ৩৩.২৯ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৯ দশমিক ৭২ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৪ দশমিক ৮৫ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ২২ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২১ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৬৭ শতাংশ বা ৩৬.৩০ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ১০ শতাংশ বা ২১ দশমিক ৮৬ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ০৩ শতাংশ বা দশমিক ৩৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টি কোম্পানির। আর দর কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৭ দশমিক ৯৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৭৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ২ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৫৬ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি টাকা। এই তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে - প্যারামাউন্ট টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, কুইন সাউথ টেক্সটাইল, ইন্ট্রাকো রিফিউলিন স্টেশন এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহটিতে লেনদেনের শীর্ষে উঠে এসেছিল বিডি অটোকার্স লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪২ দশমিক ৩০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৭ দশমিক ৯৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১১৫ কোটি ২ লাখ টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৬ দশমিক ৬২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইটি কনসালটেন্স, লিবরা ইনফিউশনস, আরামিট লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর, নর্দার্ন জুট, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪৩৭ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক কমেছে ১ দশমিক ৩৬ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টি কোম্পানির। আর দর কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
×