ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যাশ কাউন্টার দরকার নেই

প্রকাশিত: ০৫:০৭, ১ জুলাই ২০১৮

ক্যাশ কাউন্টার দরকার নেই

ব্রিটেনসহ বিভিন্ন দেশে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস কেনার সুপারস্টোর টেসকো গ্রাহকদের জন্য অভিনব পদ্ধতি চালু করেছে। এজন্য গ্রাহকদের ক্যাশ কাউন্টারে যাওয়ার দরকার নেই। স্মার্টফোনে বিশেষ ধরনের একটি এ্যাপ ইন্সটল করতে হবে। এর সাহায্যে প্রয়োজনীয় পণ্যের বারকোড স্ক্যান করে পেমেন্ট দেয়া হয়। ক্যাশ রেজিস্টার যন্ত্রের কোন প্রয়োজন নেই। কে-অপ নামে এক প্রতিষ্ঠান এ্যাপটি তৈরি করেছে –বিবিসি ড্রাইভিং সিটে র‌্যাপ গান সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর সঙ্গীতশিল্পী লিসা ড্রাইভিং সিটে বসে একটি র‌্যাপ গান রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন। গানের কথা -আমাকে কেউ নিয়ে যাবে, তার আর দরকার নেই...আমার সঙ্গে রয়েছে ড্রাইভিং লাইসেন্স। একটি হিউন্দাই গাড়ির ড্রাইভিং সিটে বসে র‌্যাপ সঙ্গীতের সুরে তিনি গানটি রেকর্ড করেন –বিবিসি
×