ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে অবিরাম বর্ষণে বন্যা

প্রকাশিত: ০৫:০৭, ১ জুলাই ২০১৮

কাশ্মীরে অবিরাম বর্ষণে বন্যা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরবিচ্ছিন্ন কয়েকদিনের বৃষ্টিপাতে নদ-নদীর পানি বৃদ্ধির কারণে কর্তৃপক্ষ কয়েকটি এলাকায় বন্যাকবলিত ঘোষণা করেছে। -খবর সিনহুয়ার। মুখপাত্র বলেন,‘ব্যাপক বৃষ্টিপাতের ফলে গত কয়েক দিনে ঝিলম নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কর্তৃপক্ষ মধ্য ও দক্ষিণাঞ্চলকে বন্যাকবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।’ বৃষ্টিপাত ও বন্যার কারণে স্থানীয় সরকার কর্তৃপক্ষ বন্যাকবলিত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। কর্তৃপক্ষ দুর্গত এলাকার বাসীন্দাদের নিরাপদ আশ্রয় গ্রহণ তথা বাধের ওপর আশ্রয়সহ নিরাপদ এলাকায় সরে যেতে বলেছে। তাওউ ও ছিনাব নদী বন্যায় প্লাবিত হয়েছে। নি¤œ এলাকার বাসীন্দাদের আসন্ন দুর্যোগ থেকে সতর্ক করা হয়েছে। আবহাওয়া অফিস বলেছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ এই এলাকায় হিন্দু সম্প্রদায়ের তীর্থ যাত্রা বাতিল করেছে। জাপানের বেসরকারী উদ্যোক্তার রকেট উৎক্ষেপণ ব্যর্থ জাপানে বেসরকারী উদ্যোক্তার তৈরি করা একটি রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। শনিবার বেসরকারীভাবে মহাকাশে রকেট পাঠানোর ক্ষেত্রে এটি ছিল জাপানের প্রথম পদক্ষেপ। ফলে এ রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হওয়ায় এটি ছিল তাদের জন্য একটি বড় আঘাত। -খবর এএফপির। জাপানের জনপ্রিয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইভডোরের মালিকের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত ইন্টারস্টেলার টেকনোলজিজের মনুষ্যবিহীন রকেট মোমো-২’র উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। হোক্কাইডোর দক্ষিণাঞ্চলের তাইকি উৎক্ষেপণ স্থল থেকে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা যায় ১০ মিটার দীর্ঘ রকেটটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যে এতে আগুন ধরে যায় এবং বিধ্বস্ত হয়। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এদিকে ইন্টারস্টেলার টেকনোলজিজ জানায়, সর্বশেষ এ ব্যর্থতার কারণ বিশ্লেষণ করে তারা তাদের রকেট উন্নয়ন কর্মসূচী অব্যাহত রাখবে।
×