ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-পুতিনের বৈঠকে সিরিয়া ও ইউক্রেন নিয়ে আলোচনা হবে

প্রকাশিত: ০৫:০৬, ১ জুলাই ২০১৮

ট্রাম্প-পুতিনের বৈঠকে সিরিয়া ও ইউক্রেন নিয়ে আলোচনা হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠকে তার সিরিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। ওই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয় তুলে ধরারও পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। খবর তাসের। নিউজার্সি যাওয়ার পথে প্রেসিডেন্টের বিমানে থাকা সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা ইউক্রেন, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের বিগত নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা চাই না কেউ নির্বাচনে হস্তক্ষেপ করুক। এছাড়া আমরা বিশ্ব ঘটনাবলী ও বিশ্ব শান্তির বিষয়ে আলোচনা করব।’ তিনি আরও বলেন, ‘আমরা অস্ত্রের পেছনে লাখ লাখ ডলার ব্যয় বাঁচানোর বিষয়ে আলোচনা করতে পারি।’ রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোন পরিকল্পনা রয়েছে কিনা এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা দেখব এক্ষেত্রে মস্কো কি করছে। আমরা রাশিয়ার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সেখানে ট্রাম্পের ক্রিমিয়া নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার অন্তর্ভুক্তির বিষয়টিও তিনি আলোচনায় তুলতে পারেন। বৃহস্পতিবার ক্রেমলিন প্রেস সার্ভিস জানায়, পুতিন-টাম্প বৈঠক আগামী ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত হবে।
×