ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এস্তোনিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

প্রকাশিত: ০৫:০৫, ১ জুলাই ২০১৮

এস্তোনিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

এস্তোনিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জেরে ইউরোপীয় মিত্রদের সঙ্গে কাজ করা নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় তিনি পদত্যাগ করলেন। খবর বিবিসির। ফরেন পলিসি ম্যাগাজিন প্রতিবেদন করেছে, জেমস ডি মেলভিল এক ফেসবুক পোস্টে ট্রাম্পের মন্তব্যের জন্য তিনি অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কিছু পণ্যের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করেছেন। পাশাপাশি তিনি ন্যাটো মিত্রদেরও কঠোরভাবে সমালোচনা করেন। সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন কূটনৈতিকদের পদ ছেড়ে দেয়ার ঘটনা ঘটছে। জানুয়ারি মাসে পানামায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ফিলে পদত্যাগ করেন। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে কাজ করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এর একমাস পর নাইরোবির মার্কিন রাষ্ট্রদূত এলিজাবেথ শেকেলফোর্ড পদত্যাগ করেন। তিনি সেখানে সোমালিয়ায় মার্কিন দূত হিসেবে কাজ করতেন। ফরেন পলিসি প্রতিবেদনে জানায়, পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে পাঠানো তার পদত্যাগপত্রে তিনি বলেন, তিনি তার পদ ছেড়ে দিচ্ছেন। কেননা যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় পদত্যাগ করা হচ্ছে। এক ব্যক্তিগত ফেসবুক পোস্ট যা ফরেন পলিসি দেখেছে, তাতে মেলভিলি তার এক বন্ধুকে বলেছেন, প্রেসিডেন্ট বলেছেন ইইউ যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নেয়ার সুযোগ খুঁজছে। যে কারণে তার সঞ্চয়ী ব্যাংকগুলোতে হামলে পড়েছে। ন্যাটো নাফটার (নর্থ আমেরিকার ফ্রি ট্রেড এ্যাগ্রিমেন্ট) মতো ভুল প্রতিষ্ঠান। যা আমার কাছে প্রমাণিত হয়েছে যে, এখনই সময় চলে যাওয়ার। ২০১৫ সালে এস্তোনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত মেলভিলিকে মনোনীত করেন তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা। তার একটি বর্ণাঢ্য দূতিয়ালি ক্যারিয়ার রয়েছে। এর আগে তিনি বেশ কয়েকটি ইউরোপীয় দেশে উর্ধতন দূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি রুশ, জার্মান ও ফরাসী ভাষা জানেন বলে ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটের জীবনবৃত্তান্তে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মেলভিলির পদত্যাগের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকালে এস্তোনিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জিম মেলভিলি ফরেন সার্ভিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। যা ২৯ জুলাই থেকে কার্যকর হবে। তিনি জনসেবায় ৩৩ বছর কাজ করেছেন। ওয়াশিংটন থেকে নিউজার্সিতে নিজের ব্যক্তিগত গলফ ক্লাবে যাওয়ার সময় বিমানে ওঠার আগে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ন্যাটো সদস্যদের বিরুদ্ধে তার সমলোচনা পুনর্ব্যক্ত করেন। এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন যে, ওই দেশগুলো তাদের আর্থিক সহযোগিতা বৃদ্ধিতে অবদান রাখছে। যার মধ্যে জার্মানি, স্পেন ও ফ্রান্স রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা যা করছে তা ঠিক নয়। যুক্তরাষ্ট্র অন্য যে কোন কিছুর চেয়ে অপ্রত্যাশিতভাবে বেশি অর্থ প্রদান করছে। এমন এক সময়ে তিনি মন্তব্যটি করলেন যখন মাত্র দুই সপ্তাহের কম সময় বাকি আছে ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের।
×