ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবস্থান কেনিয়া, ওমান ও সৌদি আরবে

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে নতুন তিন সাইট

প্রকাশিত: ০৪:৪৪, ১ জুলাই ২০১৮

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে নতুন তিন সাইট

তিনটি নতুন সাইটকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করেছে। এর মধ্যে কেনিয়ার একটি পুরনো বসতি এবং ওমানের একটি পুরনো শহরও রয়েছ। গার্ডিয়ান। শুক্রবার বাহরাইনে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪২তম অধিবেশনে তিনটি নতুন সাইটের নাম ঘোষণা করা হয়েছে। প্রথমটি হলো কেনিয়ার থিমলিচ ওহিঙ্গা। এর অবস্থান দেশটির মিগোরি শহরের উত্তর-পশ্চিম দিকে। ইউনেস্কো বলেছে, শুষ্ক পাথরের তৈরি বসতিটি সম্ভবত ষোড়শ শতাব্দীতে নির্মিত। বসতিটি স্থানীয় বাসিন্দা ও গবাদিপশুর জন্য ছিল দুর্গের মতো। এর সঙ্গে তাদের সামাজিক মর্যাদার সম্পর্ক ছিল। তাদের সাংস্কৃতিক পরিচয়ে ‘সবচেয়ে সুরক্ষিত এবং সম্ভবত সবচেয়ে বড় নিদর্শন এটি’। শুষ্ক পাথরের তৈরি পরিবেষ্টিত স্থাপনার সবচেয়ে বড় ব্যতিক্রমী নিদর্শন এটি। ভিক্টোরিয়া হ্রদ এলাকার আশপাশে যেসব যাযাবর গোষ্ঠী বাস করত তারাই সম্ভবত এটি তৈরি করেছে। বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এসব স্থাপনা ব্যবহৃত হয়েছে। তালিকায় ওমানের প্রাচীন প্রাচীর শহর কালহাতকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশটির পূর্ব উপকূলে এর অবস্থান। ইউনেস্কোর বিবৃতিতে বলা হয়েছে, একাদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে শহরটি আরব উপদ্বীপের পূর্ব উপকূলে বন্দরনগরী হিসেবে গড়ে উঠেছিল। প্রাচীনকালে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আফ্রিকার পূর্ব উপকূল পর্যন্ত সমুদ্রপথে যে বাণিজ্য রুট ছিল সে কথাই মনে করিয়ে দেয় ওমানের এই বন্দরনগরী। তালিকায় তৃতীয় বিশ্ব ঐতিহ্য হিসেবে সৌদি আরবের আলআহসা মরূদ্যানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা হয়েছে, আরব উপদ্বীপের পূর্বাঞ্চলীয় মরূদ্যান এলাকাটি স্থানীয় বাসিন্দাদের সাংস্কৃতিক কর্মকা-ের কেন্দ্র ছিল এক সময়। প্রাকৃতিক হেরিটেজ সাইটের অস্তিত্ব এখন হুমকির মুখে। বাগান, খাল, ঝর্ণা, কূপ ও হ্রদের পাশাপাশি মরূদ্যান কিছু পুরনো বাড়িঘরের স্থাপনাও রয়েছে। আরব উপদ্বীপের এ অংশে মানুষের বসবাস কবে থেকে শুরু হয়েছে তার একটি ধারণা দেয় এই মরূদ্যান। এখন সেখানে কিছু ঐতিহাসিক দুর্গ, মসজিদ, কূপ ও পানি ব্যবস্থাপনার কিছু উপকরণ রয়েছে। আলহাসা বিশ্বের সর্ববৃহৎ মরূদ্যান। পরিবেশের সঙ্গে মানুষের যোগসূত্র স্থাপনের এটি এক অনন্য উদাহরণ। চলতি সপ্তাহে আরও কিছু হেরিটেজের বিষয়ে কমিটি সিদ্ধান্ত নেবে।
×