ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাসাইল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ১৮:২১, ৩০ জুন ২০১৮

বাসাইল পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক ॥ টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রত্যেকটি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। পৌর নির্বাচনে মোট ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। বাসাইল পৌরসভায় ১৬ হাজার ৪০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৭ হাজার ৯২৫ জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৭৫ জন। নির্বাচনে প্রতিন্দ্বিতাকারী তিনজন প্রার্থী হলেন- আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বিএনপির এনামুল করিম অটল ও কৃষক শ্রমিক জনতালীগের রাহাত হাসান টিপু। এদিকে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত তদারকি কর্মকর্তা ছাড়াও ২২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৫টি মোবাইল টিম, নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪টি স্টাইকিং টিম ও সাদা পোশাকধারী ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
×