ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পর্যটক আকর্ষণে

প্রকাশিত: ০৬:১১, ৩০ জুন ২০১৮

পর্যটক আকর্ষণে

পর্যটক আকর্ষণ ও ট্রাফিক-ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য লেবাননের একটি শহরে নতুন পুলিশ স্কোয়াড নামানো হয়েছে। বিতর্ক উঠেছে ওই নারী পুলিশ সদস্যদের পোশাক নিয়ে। কালো পোশাক ও কালো শর্টস পরে তাঁরা কাজ করছেন বলে অনেকে সমালোচনা করছেন। তবে এর পক্ষেও আছেন অনেকেই। খোদ নারী পুলিশ সদস্যরাও এ পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের পর্যটন শহর ব্রাহ্মানার রাস্তায় কালো শর্টস পরা নারী পুলিশ দাঁড় করিয়েছেন শহরের মেয়র। তাঁদের লক্ষ্য ট্রাফিক-ব্যবস্থা নিয়ন্ত্রণ। তবে আসল উদ্দেশ্য কিন্তু পর্যটকদের আকর্ষণ করা। কিন্তু পর্যটক আকর্ষণে নারী পুলিশ সদস্যদের কালো শর্টস পরিয়ে রাস্তায় দাঁড় করানো নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে লেবাননে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অভিযোগ করেছেন। এর ফলে নারী পুলিশকে অবমাননা করা হয়েছে। কেউ কেউ এ পোশাককে যৌন উত্তেজক আখ্যা দিয়েছেন। নানান সমালোচনার মুখে এর পক্ষে নিজের ব্যাখ্যা দিয়েছেন শহরটির মেয়র পিয়েরি আচকার। তিনি বলেন, ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলোতে আসা পর্যটকদের মধ্যে ৯০ শতাংশই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান। মেয়রের আশা, পুলিশের নারী সদস্যদের নতুন এই স্কোয়াডের কারণে শহরে পর্যটকদের আনাগোনা বাড়বে।-ওয়েবসাইট অবলম্বনে।
×