ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাঁজার গাছ থেকে মৃগী রোগের ওষুধ

প্রকাশিত: ০৬:১১, ৩০ জুন ২০১৮

গাঁজার গাছ থেকে মৃগী রোগের ওষুধ

এই প্রথমবারের মতো গাঁজা থেকে তৈরি করা কোন ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের ফুড এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। গত সোমবার এক বিবৃতিতে সংস্থাটি এ কথা জানায়। চলতি বছরের এপ্রিলে ‘এপিডায়োলেক্স’ নামে একটি ওষুধ অনুমোদনের জন্য এফডিএর কাছে সুপারিশ করে উপদেষ্টা কমিটি। তারই ধারাবাহিকতায় এই অনুমোদন দিল এফডিএ। বিবৃতিতে এফডিএ কমিশনার চিকিৎসক ড. স্কট গটলিব বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সফলতা’। যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধের গুণগত মান নিশ্চিত হওয়ার পরই এটিকে অনুমোদন দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এপিডায়োলেক্স প্রস্তুতকারী যুক্তরাজ্যভিত্তিক একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি বিবৃতিতে জানায়, এই প্রথম মৃগী রোগের চিকিৎসায় গাঁজাজাত কোন ওষুধ যুক্ত হলো। এর আগে গাঁজার উপাদান ‘ক্যানাবাইনয়েড’ কৃত্রিমভাবে প্রস্তুত করে ক্যানসারের ব্যথানাশক হিসেবে ও আরও কিছু উদ্দেশ্যে ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। কিন্তু মৃগী রোগের চিকিৎসায় এই প্রথম এমন কোন ওষুধের অনুমোদন দিল সংস্থাটি। এই ওষুধ খুব শীঘ্রই বাজারে পাওয়া যাবে বলে তিনি জানান।-ওয়েবসাইট অবলম্বনে।
×