ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘দক্ষ কার্ডিয়াক ক্যাথ ল্যাব নার্স ও টেকনিশিয়ান তৈরিতে বিশেষ নজর দিতে হবে’

প্রকাশিত: ০৫:৫৩, ৩০ জুন ২০১৮

  ‘দক্ষ কার্ডিয়াক ক্যাথ ল্যাব নার্স ও টেকনিশিয়ান তৈরিতে বিশেষ নজর দিতে হবে’

স্টাফ রিপোর্টার ॥ দেশের হৃদরোগীদের সুচিকিৎসায় আরও গতি বাড়াতে দক্ষ কার্ডিয়াক ক্যাথল্যাব নার্স ও টেকনিশিয়ান তৈরিতে বিশেষ নজর দিতে হবে। ক্যাথল্যাবের কাজের ওপর স্বচ্ছ ধারণা না থাকলে হার্টের জটিলতা সম্পন্ন রোগীদের দ্রুত ও উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান ব্যাহত হয়ে থাকে। কারণ, ক্যাথল্যাব বিভাগের মাধ্যমেই জটিল হৃদরোগীদের পেসমেকার স্থাপন, করোনারি এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও ভাল্ব সম্প্রসারণের (পিটিএমসি), বন্ধ রক্তনালী খুলে দেয়ার মতো জীবনরক্ষাকারী আধুনিক ও চূড়ান্ত চিকিৎসা সম্পন্ন হয়ে থাকে। দেশে এখনও সরকারী ও বেসরকারী উদ্যোগে ক্যাথল্যাবের কাজের দক্ষ জনবল তৈরি করার জন্য কোন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে উঠেনি। শুল্ডবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল অনুষ্ঠিত ‘এডভান্স কার্ডিয়াক ক্যাথল্যাব নার্স এ্যান্ড টেকনোলজিস্ট সিম্পোজিয়াম ২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব কথা বলেন। বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিকসের (বিআইটি) উদ্যোগে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। বিআইটির চেয়ারম্যান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ আফজালুর রহমানের তত্ত্বাবধানে প্রতিবছর হৃদরোগ চিকিৎসা সেবার সামগ্রিক উন্নয়নকর্মে হৃদরোগ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং সিম্পোজিয়ামের আয়োজন করা হয়ে থাকে। এবারের প্রশিক্ষণে দেশ-বিদেশের প্রায় ২৫০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অধ্যাপক ডাঃ আফজালুর রহমান উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আল শাফি মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ডাঃ এন এ এম মোমেনুজ্জামান, ডাঃ কায়সার নাসরুল্লাহ খান প্রমুখ। প্রশিক্ষণে দেশের হৃদরোগ বিশেষজ্ঞগণ এবং ক্যাথল্যাব টেকনিশিয়ানবৃন্দের পাশাপাশি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অধিন ন্যাশনাল সেন্টারের প্রধান ক্যাথল্যাব টেকনিশিয়ান আনান্দ কৈলাসাম প্রশিক্ষণ প্রদান করেন। অধ্যাপক ডাঃ আফজালুর রহমান বলেন, এই প্রশিক্ষণ দক্ষ কার্ডিয়াক ক্যাথল্যাব নার্স ও টেকনিশিয়ান তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে এবং দেশের হৃদরোগীদের সুচিকিৎসায় আরও গতি আনবে।
×