ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাখির কারণে কনসার্ট বন্ধ!

প্রকাশিত: ০৫:৫২, ৩০ জুন ২০১৮

  পাখির কারণে কনসার্ট বন্ধ!

দুই সপ্তাহের মধ্যে প্রায় তিন লক্ষাধিক সঙ্গীতপ্রেমী বার্ষিক সঙ্গীতফেস্টে অংশগ্রহণ করবেন। মানুষে গিজগিজ করবে কানাডার অটোয়া পার্ক। গত ফেব্রুয়ারিতে ওই মিউজিক ফেস্টিভ্যালের টিকেট বিক্রি শুরু হয়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় একটি কিলডিয়ার পাখি। অনুষ্ঠান মঞ্চে সম্মুখ ভাগে চারটে ডিম পাড়ে পাখিটি। ফলে বন্ধ হয়ে যায় সব প্রস্তুতি। খবরে বলা হয়েছে, ১৯৭০ সাল থেকে এই প্রজাতির পাখি কমছে কানাডায়। বাদামী এবং সাদা রঙের এই পাখির বাসা কানাডার মাইগ্রেটরি বার্ডস আইন অনুসারে সুরক্ষিত রাখার নির্দেশনাও রয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠান মঞ্চের সামনে এই পাখির বাসা খুঁজে পাওয়া যায়। ন্যাশনাল ক্যাপিটাল কমিশনের কড়া নজরদারি এড়িয়ে পাখিটি বাসা তৈরি করে বলে জানা গেছে। বাসাটির কারণে তৈরি করা যাচ্ছে না অনুষ্ঠান মঞ্চ। পাখিটি কবে ডিম পেড়েছে তা জানা যায়নি। তবে ডিম ফুটে বাচ্চা হতে ২৪ থেকে ২৮ দিন সময় লাগে। এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ওই ফেস্টের কর্মকর্তারা। আয়োজকরা বলছেন, দ্রুত কোন ব্যবস্থা করা না গেলে প্রায় ৩০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বেন তারা। কারণ এরইমধ্যে ওই অর্থ খরচ হয়ে গেছে। আয়োজকরা অবশ্য, ডিমসহ পাখিটি অন্য কোথাও সরিয়ে নেয়ার আবেদন জানিয়েছে স্থানীয় বন্যপ্রাণী দফতরে। বন্যপ্রাণী সংরক্ষণ দফতর পাখির বাসা নাড়াচাড়া করতে নারাজ। তাদের মতে, বিরক্ত করলে মা পাখিটি ডিম ফেলে পালিয়ে যেতে পারে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাখিটির প্রতি অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। ‘বিশ্বের সবচেয়ে বিরক্তিকর পাখি’র আখ্যাও দেয়া হয়েছে এটিকে।-এনডিটিভি অবলম্বনে।
×