ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকেও সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫১, ৩০ জুন ২০১৮

 আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকেও সিরিজে হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দলের সুদিন যাচ্ছে। এশিয়া কাপ থেকেই সেই সুদিন শুরু হয়েছে। তা চলছেই। এশিয়া কাপ জেতার পর এবার আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকেও সিরিজে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুক্রবার দ্বিতীয় টি-২০তে আইরিশদের ৪ উইকেটে হারিয়েছে সালমাবাহিনী। তাতে করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজে জিতে গেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের গড়া ১২৪ রান টপকে গিয়ে ১২৫ রান করে জিতে বাংলাদেশ। প্রথম টি-২০তেও ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। এবার দ্বিতীয় টি-২০ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে সালমা, জাহানারা, রুমানারা। রবিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে জিতলেই আইরিশদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। এশিয়া কাপে পাকিস্তান, ভারতকে গ্রুপ পর্বে হারানোর পর ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ টুর্নামেন্ট জিতে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তা স্পষ্ট হয়ে উঠেছে। আইরিশদের বিপক্ষে সিরিজটি খেলার পরই বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলবে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব। আয়ারল্যান্ড থেকে হল্যান্ডে উড়াল দেবে। টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলার আগে প্রস্তুতিটা ভালই সেরে নিল সালমাবাহিনী। প্রথম টি-২০তে জাহানারা আলম (৫/২৮) দুর্দান্ত বোলিং করেন। তার বোলিংয়েই আইরিশদের ১৩৪ রানে আটকে রাখা গিয়েছিল। এরপর নিগার সুলতানার (৪৬) ব্যাটিং নৈপুন্যে জিতেছিল বাংলাদেশ। এবারও জাহানারা (২/১৫) তার গতি দেখান। তার সঙ্গে এবার নাহিদা আক্তারও (২/১৮) স্পিন দ্যুতি ছড়ান। তাতে করে ১২৪ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে এই রান করে আইরিশরা। আইরিশ ওপেনার সিসিলিয়া জয়েস (৬০) শুধু ব্যাট হাতে প্রাচীর হয়ে দাঁড়াতে পারেন। তাতেও কাজ হয়নি। বাংলাদেশ ওপেনার শামিমা সুলতানা আর ফারজানা হক যে ব্যাটিং নৈপুন্যের পসরা সাজিয়ে বসেন। শামিমা ৪৯ বলে ৯ চারে ৫১ রান ও ফারজানা ৩৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৬ রান করেন। দুইজন মিলে দ্বিতীয় উইকেট আবার ৭৫ রানের জুটি গড়েন। এই জুটিই বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যায়। ম্যাচ জিততে যখন ৬ বলে ৬ রানের দরকার থাকে, তখন শেষ ওভারের প্রথম বলে সানজিদা ইসলাম ছক্কা হাকিয়ে ম্যাচ জিতিয়ে দেন। ৬ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১২৫ রান করে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। ব্যাটার সানজিদা অপরাজিত ১১ রান করেন। রবিবার আইরিশদের বিপক্ষে তৃতীয় টি-২০ খেলা শেষেই হল্যান্ডে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে যাবে সালমাবাহিনী। আত্মবিশ্বাস পুজি করে নিয়ে যাবে। যদি তৃতীয় টি-২০তেও জিতে যায় বাংলাদেশ, তাহলে ৩-০ ব্যবধানে জিতবে। আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। যা টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ পর্বে পাপুয়া নিউ গিনি, স্বাগতিক হল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতকে হারাতে কাজে লাগবে। আয়ারল্যান্ডকে সিরিজে হারিয়ে দিয়েই বাংলাদেশ দল বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে তারা কতটা শক্তিশালী দল।
×