ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য ৪৮ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

প্রকাশিত: ০৫:৫১, ৩০ জুন ২০১৮

 রোহিঙ্গাদের জন্য ৪৮  কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশ সফরের আগে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ৪৮ কোটি মার্কিন ডলার অনুদান প্রদানের সিদ্ধান্ত নিল বিশ্বব্যাংক। স্বাস্থ্য, শিক্ষা, পানি ও পয়ঃনিষ্কাশন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ অর্থ ব্যয় হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সহায়তার কথা জানানো হয়। এদিন বিশ্বব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরদের এক বৈঠকে রোহিঙ্গা সমস্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এ কারণে স্বাস্থ্য খাতে সহায়তা প্রকল্পে অতিরিক্ত ৫ কোটি ডলার অর্থ বরাদ্দ বৃদ্ধি করে। জানতে চাইলে ঢাকায় বিশ্বব্যাংকের যোগাযোগ কর্মকর্তা মেহেরিন এ মাহবুব শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জনকণ্ঠকে বলেন, ৪৮ কোটি ডলারের পুরোটাই হবে অনুদান ভিত্তিক। একাধিক প্রকল্প বা কর্মসূচীর মাধ্যমে এ অর্থ ছাড় করা হবে। এর অংশ হিসেবে চলমান হেলথ সেক্টর প্রজেক্টে প্রাথমিকভাবে ৫ কোটি ডলার অতিরিক্ত সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে ৪ কোটি ২০ লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন (আইডিএ) ও বাকি ৮০ লাখ ডলার অনুদান দিচ্ছে কানাডা সরকার। কক্সবাজারে আশ্রয়কেন্দ্রে থাকা রোহিঙ্গা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, কিশোর বয়সীদের স্বাস্থ্যসেবা ও পুষ্টি, জন্ম নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্যসেবায় এই অর্থ ব্যয় করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম দু’দিনের সফরে আগামী ১ জুলাই ঢাকায় আসছেন। সফরকালে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া তারা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। বিবৃতিতে বিশ্বব্যাংকের গ্রুপ প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, রোহিঙ্গা শরণার্থীদের দুর্ভোগ অবর্ণনীয়। এ কারণে স্বেচ্ছায় নিরাপদে বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত তাদের সহায়তা দেয়া হবে। এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবেন বলে জানান। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বাস্থ্যসেবা জরুরী।
×