ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রুনো আলভেজের অভিমত

প্রকাশিত: ০৫:২০, ৩০ জুন ২০১৮

ব্রুনো আলভেজের অভিমত

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রুপপর্বের লড়াই শেষ। আজ থেকেই শুরু হবে দ্বিতীয় রাউন্ডের লড়াই। দ্বিতীয়পর্বের লড়াই শুরুর দিনেই মাঠে নামছে পর্তুগাল-উরুগুয়ে। সোচিতে ইউরোজয়ীরা মুখোমুখি হবে লাতিন আমেরিকার শক্তিশালী দল উরুগুয়ের। এই ম্যাচের আগে দারুণ আলোচনায় দুই দলের সেরা দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লুইস সুয়ারেজ। রাশিয়া বিশ্বকাপের গ্রুপপর্বের বাধা পেরুতে এই দুইজনই যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যে কারণেই শেষ ষোলোয় পর্তুগাল-উরুগুয়ের লড়াইকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লুইস সুয়ারেজের দ্বৈরত বলে মনে করছেন অনেকে। তবে তা মানতে নারাজ পর্তুগালের রক্ষণসৈনিক ব্রুনো আলভেজ। বরং তিনি এটাকে রোনাল্ডো-সুয়ারেজের দ্বৈরতের চেয়েও বেশি কিছু বলে মনে করছেন। তার মতে এটা দুই খেলোয়াড়ের নয় লড়াইটা দুটি দলের। প্রতিপক্ষকে ঘায়েল করতে সবধরনের চেষ্টা করবেন বলেও ম্যাচের আগে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন তিনি। এ প্রসঙ্গে ব্রুনো আলভেজ বলেন, ‘আমি মনে করি না এটা শুধু রোনাল্ডো আর সুয়ারেজের মধ্যে লড়াই। আমি বলব এটা দুই দলের লড়াই। ম্যাচটা হবে পর্তুগাল আর উরুগুয়ের। জয়ের জন্য আমরা সবকিছুই করবো।’ তবে আলভেজ মনে করেন পর্তুগালের এখনও উন্নতি করার সুযোগ রয়েছে। সে জন্য দলগত প্রচেষ্টাকে প্রাধান্য দিচ্ছেন তিনি।
×